অবশেষে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার দায় স্বীকার করলেন গ্রেফতার হওয়া মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ। ভারতের গণমাধ্যম প্রতিদিনের সংবাদ তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সেখানে মুম্বাই পুলিশের সূত্রে বলা হয়েছে, সাইফ আলি খানের ওপর হামলা চালানোর কথা স্বীকার করেছেন হামলাকারী।
তবে হামলার কারণ এখনও স্পষ্ট হয়নি। এ বিষয়ে বিস্তারিত জানতে আটক শেহজাদকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।
গত ১৬ জানুয়ারি রাত ১টা ৩৭ মিনিটের দিকে অভিনেতা সাইফের বাসভবনে প্রবেশ করে হামলাকারী। সাইফের ওপর কয়েক দফা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সংবাদমাধ্যমে খবরটি প্রচারের পর আতঙ্কিত হয়ে পুলিশ থেকে বাঁচতে একাধিক নাম ব্যবহার করে আত্মগোপনে যাওয়ার চেষ্টা করে। তবে গোপন সূত্রে খবর পেয়ে বান্দ্রা থানার পুলিশ থানের হীরানন্দানি এস্টেটের কাসারভাদাভালির জঙ্গল থেকে গ্রেফতার করে হামলাকারী শেহজাদকে।
পুলিশ জানায়, সেই জঙ্গলে গা ঢাকা দিয়েছে হামলাকারী এমন তথ্য পেয়ে দ্রুত ১০০ জনেরও বেশি পুলিশ সেখানে পৌঁছে অভিযান চালায়। প্রায় এক ঘণ্টার তল্লাশি শেষে তাকে গ্রেফতার করা হয়।
হামলাকারীকে মুম্বাই আদালতে পেশ করা হয়েছে। বর্তমানে সে ৫ দিনের পুলিশ হেফাজতে রয়েছে।
তদন্তকারীদের দাবি, আটক হওয়া শেহজাদ বাংলাদেশের নাগরিক। তার কাছ থেকে উদ্ধার হওয়া কিছু নথি থেকে এই ধারণা করছে মুম্বাই পুলিশ। তবে হামলাকারীর আইনজীবীরা বলছেন, শেহজাদ বাংলাদেশি নন বরং ভারতেরই নাগরিক। বহু বছর ধরে পরিবার নিয়ে তিনি মুম্বাইয়ে বসবাস করছেন।
তবে হামলাকারীর হামলার উদ্দেশ্য এবং তার পরিচয়ের বিস্তারিত তথ্য জানতে তদন্ত চলমান রেখেছে মুম্বাইয়ের পুলিশ।