ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন সাবিনা ইয়াসমীন

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০:২৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১০:৪৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন সাবিনা ইয়াসমীন

গাইতে গাইতে মঞ্চেই অসুস্থ দেশের কিংবদন্তি কন্ঠ শিল্পী সাবিনা ইয়াসমীন। দীর্ঘ এক বছর পর শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি মঞ্চে গাইতে ওঠেন তিনি। আমন্ত্রিত দর্শক–শ্রোতারা মুগ্ধ হয়ে শুনছিলেন তাঁর গান। এমন সময় হঠাৎ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।  গণমাধ্যমকে খবরটি জানান সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ।

জাহাঙ্গীর সাইদ বলেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। হঠাৎ গাইতে গাইতে তিনি ভার্টিগো সমস্যায় পড়েন। এরপর মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে পারেননি। পড়ে যান। তারপর দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক সব চিকিৎসা করেন। রাত সাড়ে ১০টার সময় আমরা আপাকে নিয়ে বাসার দিকে রওনা করেছি। এখন আপা পুরোপুরি ঠিক আছেন।’

‘আমাদের সাবিনা ইয়াসমীন: আমি আছি থাকব’ শীর্ষক এই পরিবেশনার মাধ্যমে এক বছরের বেশি সময় পর শুক্রবার আবার মঞ্চে ফেরেন এই গুণি শিল্পী। এইচএসবিসি বাংলাদেশের এই আয়োজনে পরদিন শনিবারও একই মঞ্চে গাইবার কথা ছিল এই বরেণ্য শিল্পীর। আগামী (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামে গান শোনাবেন শিল্পী সাবিনা ইয়াসমীন। 

আজ শনিবারের অনুষ্ঠানে সাবিনা ইয়াসমীন গাইবেন কি না, জানতে চাইলে জাহাঙ্গীর বলেন, ‘সাবিনা আপা আমাদের বলেছেন, তিনি গাইবেন। গাইতে তাঁর কোনো সমস্যা হবে না। তবে মিউজিশিয়ান আর আয়োজকেরা জানিয়েছেন, শনিবারের অনুষ্ঠানে গাইবার চেয়ে শিল্পীর বিশ্রাম ও সুস্থতাকেই গুরুত্ব দিচ্ছেন তারা। 
২০২৩ খ্রিষ্টাব্দের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমীন। এরপর আর তাঁকে মঞ্চে দেখা যায়নি।

১৯৬২ খ্রিষ্টাব্দে রবীন ঘোষের সুরে প্রথম ছোটদের গানে কণ্ঠ দেন। এরপর তাঁকে আর সংগ্রাম করতে হয়নি। একের পর এক সিনেমায় গেয়েছেন।  প্রকাশিত হয়েছে অ্যালবাম। নিজেকে বাংলা গানের অপরিহার্য শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে সংগীতজীবনে কখনো রেওয়াজ করা ছাড়েননি। ১৯৬৭ খ্রিষ্টাব্দে ‘আগুন নিয়ে খেলা’ সিনেমায় প্রথম গান করেন সাবিনা ইয়াসমীন। তখন তাঁর বয়স মাত্র ১৩ বছর। সর্বশেষ ২০২০ খ্রিষ্টাব্দে কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ ছবিতে কণ্ঠ দেন। শুধু তা-ই নয়, প্রথমবার সুরকার হিসেবে ছবিটির চারটি গানের সুরও করেন সাবিনা ইয়াসমীন।

জনপ্রিয়