ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘৩ সেকেন্ডেরই’ হেরে গেলেন লেডি সুপারস্টার

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:২৬, ১ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

‘৩ সেকেন্ডেরই’ হেরে গেলেন লেডি সুপারস্টার

নিজের চলার পথের বাঁকের বিভিন্ন গঠনা আর অজানা কাহিনী নিয়ে একটি ডকুমেন্টারি বানান দক্ষিণ ভারতের লেডি সুপারস্টার খ্যাত অভিনেত্রী নয়নতারা। তাতে ‘নাম রাউডি ধান’ সিনেমার থেকে নিয়েছিলেন মাত্র তিন সেকেন্ডের ভিডিও ক্লিপ। তাতে অনুমতি নেয়া ছিলো না প্রযোজক ধানুশের। বিবাধ বাধে এখনেই। কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ এনে গত বছরের নভেম্বরে নয়নতারার বিরুদ্ধে অভিযোগ আনেন ধানুশ।

যার পরিপ্রেক্ষিতে দক্ষিণ ভারতীয় এই দুই তারকা নেমে পড়েছিলেন আইনি লড়াইয়ে। মাদ্রাজ হাইকোর্টের দেওয়া রায়ের মধ্য দিয়ে দুই মাসের সেই লড়াইয়ে ফলাফল চলে গেছে অভিনেতা ও প্রযোজক ধানুশের পক্ষে। আইনি লড়াইয়ে হেরে গেলেন নয়নতারা।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, লেডি সুপারস্টার-খ্যাত অভিনেত্রী নয়নতারা তাঁর অভিনয় জীবনের সফর নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছিলেন। ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেইরিটেল’ নামের সেই ডকুমেন্টারিতে ধানুশ প্রযোজিত ‘নাম রাউডি ধান’ সিনেমার ৩ সেকেন্ডের ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছিল। কিন্তু ধানুশের অভিযোগ তাঁর কাছে অনুমতি না নিয়েই ‘নাম রাউডি ধান’ সিনেমার ফুটেজ ব্যবহার করেছেন অভিনেত্রী। এতে করে কপিরাইট আইন লঙ্ঘন হয়েছে। তাই আইনজীবীর মাধ্যমে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল নয়নতারাকে।

একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে ডকুমেন্টারি থেকে ধানুশের সিনেমার ফুটেজ সরিয়ে ফেলার আলটিমেটাম দেওয়া হয়েছিল। নইলে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে হবে বলেও জানিয়েছিলেন। কিন্তু নয়নতারা সেই আলটিমেটামে কান দেননি।

উল্টো ইনস্টাগ্রামে এক খোলা চিঠিতে ধানুশের এ দাবিকে ‘অত্যন্ত নিচু মানসিকতা’ বলে উল্লেখ করেছিলেন। আর এ বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারেননি ধানুশ। অভিনয় জগতের দুই সতীর্থ নয়নতারা ও তাঁর স্বামী ভিগনেশ শিবান এবং তাদের প্রোডাকশন হাউস রাউডি পিকচার্সকেও বিবাদী করে মামলা দায়ের করেছিলেন।

জনপ্রিয়