ঢাকা রোববার, ০২ ফেব্রুয়ারি ২০২৫ , ১৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ফরিদা পারভীনের ফুসফুসে পানি জমেছে

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:৫৭, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

ফরিদা পারভীনের ফুসফুসে পানি জমেছে

গুরুতর অসুস্থ দেশের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের ভর্তি তিনি। রাখা হয়েছে আইসিইউতে। শনিবার ভোরে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। ফরিদার অসুস্থতার খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার স্বামী যন্ত্রসংগীত শিল্পী গাজী আবদুল হাকিম। তিনি জানান, ফরিদা পারভীনকে এখন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে। তার ফুসফুসে পানি জমেছে। এ ছাড়া আরও কয়েকটি জটিলতা রয়েছে।

এদিকে ফরিদা পারভীনের শারীরিক অবস্থা নিয়ে তার চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেছেন, তীব্র শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি ভোরে ভর্তি হয়েছেন। প্রয়োজনীয় সকল পরীক্ষা–নিরীক্ষা শেষে তাকে আইসিইউতে রাখা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে লালন সংগীতজ্ঞ হিসেবেই পরিচিত ফরিদা পারভীন। ১৯৬৮ খ্রিষ্টাব্দে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ খ্রিষ্টাব্দের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এরপর সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতে তালিম নেন।

ফরিদা পারভীন ১৯৮৭ খ্রিষ্টাব্দে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এছাড়া ২০০৮ খ্রিষ্টাব্দে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন।

জনপ্রিয়