ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

অ্যাকশন নিয়ে ফিরছেন বাপ্পারাজ

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৩:৫২, ৩ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

অ্যাকশন নিয়ে ফিরছেন বাপ্পারাজ

ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই ব্যর্থ প্রেম বা ট্র্যাজেডির গল্প! অর্থাৎ ত্রিভুজ প্রেম বা স্যাক্রিফাইসের গল্প নির্ভর সিনেমাগুলোর কারণে আজো এই নায়ক বেশ জনপ্রিয়!

তাঁর সিনেমার সংলাপ নিয়ে হরহামেশাই তৈরি হয় মিম। এই যেমন সোশ্যাল মিডিয়ায় এখন ট্রেন্ড চলছে ‘প্রেমের সমাধি’ সিনেমার ‘চাচা, হেনা কোথায়’ সংলাপটি। এবার ব্যর্থ প্রেমিকের খোলস ছেড়ে অ্যাকশন নিয়ে আসছেন বাপ্পারাজ। ‘রক্ত ঋণ’ নামের ওয়েব ফিল্মে পুলিশ কর্মকর্তার চরিত্রে অ্যাকশন মুডে দেখা যাবে বাপ্পাকে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার বিষয়টি নজর এড়ায়নি নির্মাতা ও বাপ্পার। তাই হয়তো রক্ত ঋণ ওয়েব ফিল্মের অ্যানাউন্সমেন্ট টিজের বার্তা দিলেন, ‘বিরহ নয়, এবার অ্যাকশন হয়ে যাক’। প্রায় দেড় মিনিটের টিজার শুরু হয়েছে বাপ্পারাজের প্রেমের সমাধি সিনেমার ‘পাখি যায় উড়ে যায়’ গান দিয়ে। যে গান দিয়ে প্রায়ই বানানো হয় মিম। কয়েক লাইন বাজার পরেই বাপ্পারাজ বলেন, ‘বন্ধ করো। অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক।’

রক্ত ঋণ বানাচ্ছেন মোস্তফা খান সিহান। এতে পুলিশ কর্মকর্তা সায়েম জব্বার চরিত্রে অভিনয় করছেন বাপ্পারাজ। থ্রিলার ঘরানায় তৈরি রক্ত ঋণের গল্পে দেখা যাবে হঠাৎ করে শহরে কয়েকজন চিকিৎসককে খুন করা হয়। সেই সিরিয়াল কিলারকে খুঁজতে নামে পুলিশ। দায়িত্ব পড়ে পুলিশ কর্মকর্তা সায়েম জব্বারের ওপর। টিজারে বাপ্পারাজের মুখে শোনা গেল, ‘সব ক্রাইমের একটা হোল থাকে। আমাদের কাজ হচ্ছে সেই ফুটোটা খুঁজে বের করা। সবাই পায় না। সবাইকে দিয়ে সব কাজ হয় না।’

নির্মাতা সিহান বলেন, ‘দেশি সিনেমা নিয়ে নতুন কিছু করার চেষ্টা করছি। রক্ত ঋণের সংলাপ, চিত্রনাট্যে নব্বইয়ের দশকের বাংলা সিনেমাকে খুঁজে পাওয়া যাবে।’

ওয়েব ফিল্মে বাপ্পারাজকে কাস্টিং করা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘অনেক দিন ধরে পর্দায় নতুন কোনো কাজ না থাকলেও সোশ্যাল মিডিয়ায় তিনি অ্যাকটিভ। সবাইকে চমকে দিতেই তাঁকে প্রধান চরিত্রে ভেবেছি। তাঁর কাছে প্রস্তাব নিয়ে যাওয়ার পর তিনি না করে দিয়েছিলেন। অনেক অনুরোধের পর সিনেমার গল্প ও পরিবেশন পরিকল্পনা শুনে উনি রাজি হন।’

ইতিমধ্যেই সিনেমার শুটিং শুরু হয়েছে। শিগগিরই পুরো কাজ শেষ করে দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেয়া হবে। এতে আরও অভিনয় করেছেন আরশ খান, শাহেদ আলী সুজন, নাদিয়া হক প্রমুখ।

সবশেষ ‘পোড়ামন ২’ সিনেমায় অভিনয় করেছিলেন বাপ্পারাজ। রক্ত ঋণ দিয়ে আট বছর পর অভিনয়ে ফিরছেন তিনি।

জনপ্রিয়