ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

গাইতে গাইতে ব্যথায় কুঁকড়ে উঠলেন সনু নিগম

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৩:৪৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:৫৪, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

গাইতে গাইতে ব্যথায় কুঁকড়ে উঠলেন সনু নিগম

পুণেতে ছিল শো, সেখানেই জমিয়ে পারফর্ম করছিলেন সনু নিগম। গানের সঙ্গে জমিয়ে নাচতেও দেখা যায় তাঁকে। আর তারপরই যন্ত্রণায় মুষড়ে পড়েন তিনি। ছটফট করতে থাকেন, তবে সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাটুকুও ছিল না তাঁর। কোনওরকমে টিমের অন্যান্যরা গিয়ে গায়ককে মঞ্চ থেকে নামিয়ে আনেন। পা টেনে কোমর দুমরে-মুচড়ে ব্যাথা লাঘব করার চেষ্টা চলছিল, তবে লাভের লাভ কিচ্ছু হয়নি। অগত্যা আপাতত বিছানায় শয্যাশায়ী সনু।

নিজের শয্যাশায়ী একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন অসহ্য যন্ত্রণার খবর। সনু বলেন, অনেক কষ্ট করে বেঁচে আছি। দিনটা দুঃস্বপ্নের মতো কাটল। গান গাওয়ার সময় নাচানাচি করতে হয়। আমি ভাবলাম তেমনই কোনো খিঁচুনি ধরেছে।

যদিও সামলে নিয়েছি। দর্শকের প্রত্যাশা- আমার থেকে অনেকটা বেশি সেই তাদের নিরাশ করতে চাই না।

যন্ত্রণা যে অসহনীয় ছিল, সেটা সনুর পোস্ট করা ভিডিও থেকে বোঝা যাচ্ছে। গায়ক বলেন, ‘মনে হচ্ছিল শিরদাঁড়ায় যেন সূচ বিঁধে রয়েছে। একটু নড়াচড়া করলে মনে হচ্ছে, সেটা আরো গভীরে প্রবেশ করবে।’

শোয়ের আগেই যন্ত্রণা শুরু হয়েছিল, তবে তারপরও তিনি শো করতে ওঠেন। আর তাতেই বিষয়টি আরও বেড়ে যায়। এদিকে গায়ককে এতটা পেশাদার হতে দেখে, যন্ত্রণা সত্ত্বেও শ্রোতা-দর্শকদের কথা ভেবে পারফর্ম করতে দেখে সোনুর প্রশংসায় পঞ্চমুখ তাঁর অনুরাগীরা। এক অনুরাগী ইনস্টাগ্রামে শোয়ের কিছু অংশ শেয়ার করে হিন্দিতে লেখেন, ‘গত রাতে (রবিবার) সোনু নিগমের পুণেতে একটি শো ছিল। শোয়ের আগে পিঠে প্রচণ্ড ব্যথা হচ্ছিল তাঁর। তবে সেসব একপাশে সরিয়ে রেখে মঞ্চে ওঠার মুহূর্তে তিনি তাঁর অনুরাগীদের এসব কিছুই বুঝতে দেননি। আরও জমিয়ে পারফর্ম করেন তিনি। এটা সত্যিই আশ্চর্যজনক!। আমি আশা করি এই শক্তি সবসময় আপনার সঙ্গে থাকবে।’

সনু নিগম ভারতের জনপ্রিয় একজন গায়ক। জাদুকরী সুরেলা কণ্ঠে মাত করেছেন বলিউড। মূলত হিন্দিতে ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। এ ছাড়া কন্নড়, ওড়িয়া, বাংলা, গুজরাটি, তামিল, তেলুগু, মারাঠি, নেপালি, মালয়ালাম, কন্নড়, ভোজপুরি এবং অন্য একাধিক ভারতীয় ভাষায় গান গেয়েছেন।

জনপ্রিয়