ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ , ২২ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মুভি ডেটাবেজের আলোচিত তিনজনই নারী

বিনোদন

আমারেদর বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫:১৮, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

মুভি ডেটাবেজের আলোচিত তিনজনই নারী

ইন্টারনেট মুভি ডেটাবেজ বা আইএমডিবি নিয়মিত তারকাদের জনপ্রিয়তার একটি তালিকা তৈরি করে। যাঁদের নিয়ে ভক্তদের তুমুল আগ্রহ থাকে, তাঁরাই মূলত এই তালিকায় এগিয়ে থাকেন।  বেশ আলোচনা সমালোচনায় থাকারাও স্থান করেন নেন কখনো কখনো।  এমন একটি তালিকায় আলোচনায় রয়েছেন তিন অভিনেত্রী, এক অভিনেতা ও পরিচালক। 

এই অভিনেত্রীর জানুয়ারিতে মুক্তি পেয়েছে দুইটি সিরিজ ‘হাল অ্যান্ড হার্পার’ ও ‘আমেরিকান প্রিমেভাল’। ‘হাল অ্যান্ড হার্পার’ নিয়ে তেমন সাড়া ফেলতে না পারলেও ভক্তরা তাকে গ্রহন করেছেন আমেরিকান প্রিমেভাল’ সিরিজে। ফলে আইএমডিবিতে আলোচানার শীর্ষে চলে আসেন বেট্রি গিলপিন। 

আলোচিত নির্মাতা ডেভিড লিঞ্চ এই তালিকায় রয়েছেন দ্বিতীয় অবস্থানে। তার দীর্ঘ ক্যারিয়ার উদ্‌যাপন করা হয়েছে গত বছর। পরে তিনি পরিচালনা থেকে অবসরের ঘোষণা দেন। গত ১৫ জানুয়ারি তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। তবে রেখে যাওয়া কাজের মধ্যেই চারবার অস্কার মনোনয়ন পাওয়ার এই নির্মাতাকে খুঁজেছেন ভক্তরা।  

অভিনেত্রী ব্রিট লোয়ার এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সিভারেন্স’ সিরিজ। এই সিরিজ আলাদা করে নজরকাড়ায় ভক্তরা তাঁকে খুঁজছেন।

আইএমডিবি তালিকায় ৪ নম্বরে রয়েছে অভিনেত্রী র‍্যাচেল পিজ্জোলাতোর হরর ঘরানার সিনেমা ‘রাউন্ড অ্যান্ড দ্য ডিকে’। এটি ৩১ জানুয়ারি মুক্তি পেয়েছে। সিনেমায় তরুণ অভিনেত্রী হিসেবে তিনি আলোচনায় রয়েছেন।

সিরিজ আমেরিকান প্রিমেভাল বছরের শুরুতে আলোচনায় রয়েছে। এই সিরিজে প্রধান চরিত্রের অভিনয় করছেন টেলর কিচ। আইজাক চরিত্রে তিনি আলোচনায় নজর কেড়েছেন।

জনপ্রিয়