কর্মজীবনে তিনি যেমন সফল, ব্যক্তিজীবনেও সুখী। নিক জোনাসকে বিয়ে করে ক্যালিফোর্নিয়ায় সংসার পেতেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি এক কন্যার জননী হয়েছেন।
দেশ-বিদেশের মানুষ তাকে সম্মান করেন। তবু এখনও বলিপাড়ায় কান পাতলে শোনা যায় পুরনো কিস্সা। বলিউডে একাধিক পুরুষ তার প্রেমে পড়েছেন। সেই তালিকায় খ্যাতনামা বিবাহিত পুরুষরাও রয়েছেন।
অক্ষয় কুমার থেকে শাহরুখ খান, শাহিদ কপূরদের সঙ্গে প্রিয়ঙ্কার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সবকটি সম্পর্কেই নাকি মনপ্রাণ ঢেলে দিয়েছিলেন, কিন্তু সম্মান পাননি প্রিয়াঙ্কা।
অভিনেত্রী জানান, কষ্ট পেয়েছেন প্রেমের সম্পর্কে, মান খুইয়েছেন। তাই নিককে স্বামী হিসাবে নির্বাচন করার সময় কোন দিকগুলি মাথায় রেখেছিলেন? সম্প্রতি সেটাই জানালেন।
এই মুহূর্তে ভাইয়ের বিয়ে উপলক্ষে মুম্বাইয়ে রয়েছেন প্রিয়াঙ্কা। ভাইয়ের মতো প্রিয়াঙ্কা নিজেও প্রেম করে বিয়ে করেছিলেন। শুধু তাই নয়, ১০ বছরের ছোট নিক জোনাসকে বিয়ে করেছিলেন তিনি।