![‘ডিপফেক’-এর শিকার পরিণীতি! ‘ডিপফেক’-এর শিকার পরিণীতি!](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/Parineeti-2502080803.jpg)
সমুদ্রের তীরে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। সঙ্গে রয়েছেন তার স্বামী রাঘব চাড্ডা। ভাবছেন এ আর এমনকি ব্যাপার। স্বামীর সঙ্গে ঘুরতে যেতেই পারেন নায়িকা। কিন্তু এখানেই রয়েছে টুইস্ট।
রাঘব এবং পরিণীতির যে ছবি ভাইরাল হয়েছে সোশ্যালে সেখানে মুখ দেখা যাচ্ছে নায়িকা ও তার স্বামীর কিন্তু শরীরটা অন্য কারো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ডিপফেক ছবি আর ভিডিয়োর রমরমা।
কিছু দিন আগে রাশমিকা মান্দানার ছবি, ভিডিয়ো ঘিরে হইচই কাণ্ড শুরু হয়েছিল।
এবার সেই ডিপফেক ছবির শিকার পরিণীতি চোপড়া এবং রাঘব চাড্ডা। তাদের একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন তারা। তা সমুদ্রতট থেকে নিজেদের বেডরুমে। ছবি দেখে সবাই খানিকটা আন্দাজ করেছেন পুরোটাই মর্ফ করা ছবি।
কয়েক বছর আগে রাশমিকার এমনই একটি ডিপফেক ভিডিয়ো ভাইরাল হয়েছিল। জানা গিয়েছিল ১ কোটি ১০ লাখেরও বেশি ডাউনলোড ও শেয়ার করা হয়েছিল সেই ভুয়া ভিডিয়োটি। সেসময় এমন ঘটনায় অমিতাভ বচ্চন থেকে শুরু করে বলিউডের অনেক তারকাই এর প্রতিবাদ জানিয়েছিলেন।