ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫ , ২৯ মাঘ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রটারড্যাম উৎসবে জয়া

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক  

প্রকাশিত: ১৮:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:২৭, ৯ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

রটারড্যাম উৎসবে জয়া

নিজের অভিনয় করা সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ নিয়ে নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গেছেন জয়া আহসান। ৩০ জানুয়ারি শুরু হওয়া এ উৎসব শেষ হচ্ছে আজ। এর মধ্যে গত ৬ ফেব্রুয়ারি সেখানে প্রদর্শিত হয়েছে ‘পুতুলনাচের ইতিকথা’।

জয়া আহসান সেখান থেকে জানিয়েছেন, পুতুলনাচের ইতিকথা’ সিনেমাটি বিদেশি দর্শক খুবই উপভোগ করেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাস নিয়ে সিনেমা নির্মাণ করেছেন ভারতের পরিচালক সুমন মুখোপাধ্যায়। এতে কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান।

শনিবার অভিনেত্রী ফেসবুকে লিখেছেন, “পশ্চিমা দর্শক সিনেমাটি সত্যিই খুব উপভোগ করেছেন। তাদের মতে, ‘পুতুল নাচের ইতিকথা’ একটি অসাধারণ সেলুলয়েড সৃষ্টি। বিশেষ করে সিনেমায় উঠে আসা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি বাংলার নারীদের সাহস, শক্তিশালী চরিত্রগুলো তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন এবং প্রশংসা করেছেন।”

জয়া আহসান ছাড়াও এ সিনেমার অভিনয় করেছেন আবীর চট্টোপাধ্যায়, ধৃতিমান চট্টোপাধ্যায়। এছাড়া বিশেষ চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় ও অনন্যা চট্টোপাধ্যায়কে।

জনপ্রিয়