![‘ভ্যালেন্টাইন উইকে অনেক গিফট আসে’ ‘ভ্যালেন্টাইন উইকে অনেক গিফট আসে’](https://www.amaderbarta.net/media/imgAll/2023November/kusum-2502100839.jpg)
নানামুখী প্রতিভার অধিকারী ‘লালটিপ’ খ্যাত অভিনেত্রী কুসুম সিকদার। বর্তমান কাজ নিয়ে এই অভিনেত্রী বলেন, আমি একটু সময় নিয়েই কাজ করতে পছন্দ করি। আপাতত কোনো নাটক বা সিনেমার পরিকল্পনা নেই। তবে আমার একটা মিউজিক্যাল ফিল্ম রেডি আছে। এখন দেখা যাক কবে সেটা দেখাতে পারব।
সবশেষ নিজের পরিচালিত ‘শরতের জবা’ সিনেমায় দেখা গেছে তাকে। গেল বছরের অক্টোবরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
চলছে ভালোবাসার সপ্তাহ। এ সময় হলে নাকি অনেক উপহার পান এই অভিনেত্রী। কুসুম বলেন, ভ্যালেন্টাইন উইকে আমার অনেক গিফট আসে। পরিচিতদের বাইরে অপরিচিতরাও উপহার পাঠায়। পরিচিতরা বলেই পাঠায়, যদিও আমি বারবার না করি তারপরও পাঠায়। যা হোক ভালোবাসা প্রকাশে আনন্দ আছে, ভালোবাসা প্রকাশ করুক। কিন্তু অপরিচিতদের উপহার একটু কেমন না, মাঝে মাঝে খুলতেও ভয় লাগে ভেতরে কী আছে! অনেক সময় কিছু লেখাও থাকে না।
প্রেমে পড়ে কারো প্রতি সিরিয়াস ছিলেন কি না? এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, আমি কখনো হাত-পা কাটিনি, কিন্তু আমার জন্য হাত কেটেছে। আমরা যখন স্কুলে পড়ি তখন হাত কেটে নাম লেখা বা রক্ত দিয়ে চিঠি লেখার একটা ট্রেন্ড ছিল। আমি জানি না, এখনকার ছেলেমেয়েরা এগুলো করে কি না। কিন্তু আমার জন্য কয়েকজন এ রকম হাত কেটে নাম লিখেছিল।
বর্তমান সময়ে প্রেমের প্রস্তাবের বিষয়ে কুসুম সিকদার বলেন, এখনো নিয়মিত প্রস্তাব আসে। যারা অপরিচিত তাদের সঙ্গে তো কথাই বলি না, কিন্তু যারা পরিচিত তাদের বুঝিয়ে বলি। কারণ আমারও তো পছন্দ হতে হবে, ভালো লাগতে হবে। আমার স্পেশাল কিছু প্রত্যাশা আছে, সেগুলো ম্যাচিং করতে হবে।
প্রেম বা ভালোবাসার ক্ষেত্রে কী ধরনের প্রত্যাশা? এ বিষয়ে কুসুম সিকদার বলেন, একটু মেধাবী হতে হবে, একটু জ্ঞান থাকতে হবে, সুন্দর করে কথা বলতে পারতে হবে। কারণ কথা দিয়েই তো যোগাযোগ শুরু হয়। অভিনয় শিল্পীদের অনেক স্ট্রেচ থাকে সেগুলো যেন তার সঙ্গে শেয়ার করতে পারি, সাজেশন নিতে পারি এবং তার জীবনের গল্প আমি শুনতে চাই। আর একটু কালচারাল মাইন্ডের না হলে তো আমাদের শিল্পীদের সঙ্গে সম্ভব না।
২০০২ খ্রিষ্টাব্দে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসেন কুসুম সিকদার। এরপর নিয়মিত কাজ করতে থাকেন বিজ্ঞাপনচিত্র ও নাটকে। লাল টিপ, গহীনে শব্দ ও শঙ্খচিল তার অভিনীত তিনটি সিনেমা। সর্বশেষ ২০১৮ খ্রিষ্টাব্দে নাটকে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী।