ঢাকা বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ , ১৪ ফাল্গুন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

চলে গেলেন ‘গসিপ গার্ল’ অভিনেত্রী

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৬:৩৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৪৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

সর্বশেষ

চলে গেলেন ‘গসিপ গার্ল’ অভিনেত্রী

‘গসিপ গার্ল’, ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ অভিনেত্রী মিচেল ট্র্যাকটেনবার্গ মারা গেছেন। গতকাল বুধবার নিউইয়র্কে অভিনেত্রীর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। মিচেলের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট। পরে ভ্যারাইটি, বিবিসি, সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে তরুণ এই অভিনেত্রীর মৃত্যুর খবর।

‘গসিপ গার্ল’, ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ অভিনেত্রী মিচেল ট্র্যাকটেনবার্গ মারা গেছেন। গতকাল বুধবার নিউইয়র্কে অভিনেত্রীর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৩৯ বছর। মিচেলের মৃত্যুর খবর প্রথম প্রকাশ করে মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্ট। পরে ভ্যারাইটি, বিবিসি, সিএনএনসহ বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে তরুণ এই অভিনেত্রীর মৃত্যুর খবর।

মিচেল ট্র্যাকটেনবার্গ। এএফপি ফাইল ছবি

জরুরি সেবার চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। মিচেলের বাসায় কোনো অপরাধ তৎপরতার আলামতও পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। জানা গেছে, কিছুদিন আগেই মিচেলের লিভার ট্রান্সপ্ল্যান্ট হয়।

নিউইয়র্ক পুলিশ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে পুলিশ তাঁর ম্যানহাটানের অ্যাপার্টমেন্টে হাজির হয়ে অভিনেত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

মিচেলের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর মুখপাত্র গ্যারি ম্যানটোশ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, মিচেল ট্র্যাকটেনবার্গ মারা গেছেন। এই কঠিন সময়ে তাঁর ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি।’

মিচেল ট্র্যাকটেনবার্গ। এএফপি ফাইল ছবি

১৯৮৫ এর ১১ অক্টোবর নিউইয়র্কে জন্মগ্রহণ করেন মিচেল। মাত্র তিন বছর বয়সেই অভিনয় শুরু করেন। শুরুতে করতেন বিজ্ঞাপন চিত্র, পরে কাজ করেন টিভিতে।

আলোচিত টিন ড্রামা ‘বাফি দ্য ভ্যাম্পায়ার স্লেয়ার’ দিয়ে তিনি প্রথম পরিচিতি পান। আরেকটি আলোচিত সিরিজ ‘গসিপ গার্ল’-এ অভিনয় করে তাঁর পরিচিতি আরও ছড়িয়ে পড়ে। টিভি সিরিজের পাশাপাশি ‘ইউরো ট্রিপ’, ‘মিস্ট্রেরিয়াস স্কিন’, ‘১৭ এগেইন’ ইত্যাদি সিনেমাতেও দেখা গেছে তাঁকে। গত বছর তাঁর অভিনীত সবশেষ সিনেমা ‘দ্য স্ক্রিবলার’ মুক্তি পায়।

জনপ্রিয়