
অর্থ আত্মসাতের অভিযোগে পাকিস্তানি অভিনেত্রী ও উপস্থাপক নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ খানকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
একটি বেসরকারি ব্যাংকের থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান।
প্রতিবেদন বলা হয়েছে, একটি বেসরকারি ব্যাংক থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন আতিফ মুহাম্মদ। ব্যাংকের গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেছে ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।
এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি ব্যাংকটির গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে করাচিতে করপোরেট ক্রাইম সার্কেলে একটি মামলা দায়ের করা হয়। এফআইআৃর নম্বর ৯/২৫। এ ঘটনায় তদন্তে বড় অঙ্কের আর্থিক তছরুপের তথ্য পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, একশ’ কোটি টাকারও বেশি আত্মসাৎ করেছেন অভিনেত্রীর স্বামী।
মামলার অভিযোগে বলা হয়েছে, আতিফ মুহাম্মদ ব্যাংকের সিএফও এবং অন্যান্য কর্মকর্তাদের সহায়তায় অপরাধমূলক অসদাচরণের সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময় ব্যাংকিং নিয়ম লঙ্ঘন করেছেন এবং ক্ষমতার অপব্যবহার করেছেন।
কোম্পানির অ্যাকাউন্টেও কারসাজি করেছেন আতিফ মুহাম্মদ। জালিয়াতি লেনদেনে জড়িত ছিলেন এবং তহবিলের অব্যবস্থাপনা আড়াল করার জন্য আর্থিক নথিপত্র পরিবর্তন করেছেন।
নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ এর আগে ব্যাংকের সিকিউরিটিজ বিভাগের সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৩ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নাদিয়া হোসেন ও আতিফ মুহাম্মদ। এই দম্পতির সংসারে এখন চার সন্তান রয়েছে।