ঢাকা রোববার, ১৬ মার্চ ২০২৫ , ১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

রণবীরের থেকেও ধনী স্ত্রী আলিয়া

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ১৬ মার্চ ২০২৫

সর্বশেষ

রণবীরের থেকেও ধনী স্ত্রী আলিয়া

আলিয়া ভাট ও রণবীর কাপুর শুধুমাত্র পর্দায় নয়, বাস্তব জীবনেও অন্যতম জনপ্রিয় এবং সফল তারকা দম্পতি। অভিনয়ে সাফল্যের পাশাপাশি তাদের আয়ের পরিমাণও অবাক করার মতো। একাধিক সুপারহিট সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট ও ব্যবসায়িক বিনিয়োগের মাধ্যমে তারা নিজেদের বলিউডের অন্যতম ধনী দম্পতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

সম্প্রতি জানা গেল আলিয়া ভাট ও রণবীর কাপুরের সম্পত্তির পরিমাণ। তবে এতে এগিয়ে আছেন রণবীর পত্মী আলিয়া। জানা গেছে, আলিয়া ভাটের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫৫০ কোটি। তার আয়ের প্রধান উৎস সিনেমা, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট এবং ব্যবসা। জনপ্রিয় ব্র্যান্ড গুচি, লরিয়াল প্যারিস, মেক মাই ট্রিপ, ক্যাডবারি-র মতো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। এছাড়াও নিজের ব্যবসার ক্ষেত্রেও সফল আলিয়া।

এছাড়াও নিজের ব্যবসার ক্ষেত্রেও সফল আলিয়া। তার প্রতিষ্ঠিত শিশুদের পোশাক ব্র্যান্ড 'এড এ মাম্মা' প্রতি বছর প্রায় ১৫০ কোটির ব্যবসা করে। পাশাপাশি, তিনি সিনেমাপ্রতি ১০-২০ কোটি পারিশ্রমিক নেন, যা তাকে বলিউডের অন্যতম ধনী অভিনেত্রীতে পরিণত করেছে।

এদিকে রণবীর কাপুরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩৪৫ কোটি। সিনেমাপ্রতি তিনি ৫০ কোটি পর্যন্ত পারিশ্রমিক নেন, যার মাধ্যমে বলিউডের শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন। শুধু অভিনয় নয়, বিভিন্ন বিনিয়োগ ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট থেকেও বিশাল অঙ্কের আয় করেন তিনি। মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম এ বিনিয়োগও করেছেন, পাশাপাশি মুম্বাই সিটি এফসি ফুটবল দলের সহ-মালিকও তিনি।

এই তারকা দম্পতির কাছে রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি ও সম্পত্তি। মুম্বাইয়ের পালি হিলে তাদের ৩৫ কোটি মূল্যের একটি বাড়ি রয়েছে, যেখানে তারা বিয়ের আগে দীর্ঘ পাঁচ বছর একসঙ্গে থেকেছেন। এছাড়া, রণবীরের পুনেতে একটি ১৩ কোটি মূল্যের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। গাড়ির প্রতি ভালোবাসা থেকেও তারা পিছিয়ে নেই। রণবীরের সংগ্রহে রয়েছে ল্যান্ড রোভার, অডি আরএইট, মার্সিডিজ বেঞ্জ এর মতো একাধিক দামি গাড়ি।

তবে এই পাওয়ার কাপলের মোট সম্পত্তির পরিমাণ ৮৯৫ কোটি, যা প্রায় ১০০০ কোটির কাছাকাছি। শুধুমাত্র অভিনয় নয়, বিনিয়োগ ও ব্যবসায়িক বুদ্ধিমত্তার মাধ্যমেও তারা নিজেদের বলিউডের অন্যতম ধনী তারকা দম্পতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। 
 

জনপ্রিয়