ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ইত্যাদি’ বিটিভিতে

বিনোদন

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৪, ১ এপ্রিল ২০২৫

সর্বশেষ

ঈদের বিশেষ ম্যাগাজিন ‘ইত্যাদি’ বিটিভিতে

জনপ্রিয় টিভি ম্যাগাজিন শো ‘ইত্যাদি’র ঈদের বিশেষ পর্ব প্রচারিত হবে আজ। বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাত ৮টার বাংলা সংবাদের পর দর্শকরা এটি দেখতে পারবেন। নন্দিত তারকা হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ ‘ইত্যাদি’তে এবারও রয়েছে বর্ণাঢ্য নানা আয়োজন।

বরাবরের মতো এবারও অনুষ্ঠানটি শুরু হয়েছে কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ’-এই গানটির মধ্য দিয়ে।

এবারের ‘ইত্যাদি’তে ঈদ আয়োজন হিসেবে রয়েছে সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিনের গাওয়া একটি দেশাত্মবোধক গান। এ গানের সঙ্গে কন্ঠ দিয়েছেন তরুণ প্রজন্মের আরও ১০ জন শিল্পী। হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসানের গানের পাশাপাশি রয়েছে অভিনেতা সিয়াম আহমেদ এবং অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির গানও।

ইত্যাদিতে বিশেষ নাচ পরিবেশন করতে দেখা যাবে ৪ অভিনেত্রীকে। এরা হলেন সাফা কবির, সাদিয়া আয়মান, সামিরা খান মাহি এবং পারসা ইভানা। রয়েছেন জনপ্রিয় তিন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম-রোজী সিদ্দিকী, এফ এস নাঈম-নাদিয়া আহমেদ, ইন্তেখাব দিনার ও বিজরী বরকতউল্লাহর অংশগ্রহণ। তারা গানে গানে অনলাইনকেন্দ্রিক কেনাকাটার ঘটনা জানাবেন দর্শকদের।

মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েন নিয়ে নির্মিত মিউজিকাল ড্রামাতে দেখা যাবে ফজলুর রহমান বাবু, মোমেনা চৌধুরী, আনোয়ার শাহী ও র‍্যাপ শিল্পী মাহমুদুল হাসানকে। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে তৌসিফ মাহবুব ও শবনম বুবলির নৃত্য পরিবেশন। ‘গুজব’ নামের ছোট নাটিকায় বিদেশিদের অভিনয় পর্বও থাকছে এবারের ঈদ আয়োজনে।

নিয়মিত চরিত্র নাতি ও কাশেম টিভির রিপোর্টার, ভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনাও জানাবে ‘ইত্যাদি’। এটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

জনপ্রিয়