ঢাকা শনিবার, ০৫ এপ্রিল ২০২৫ , ২১ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:০৬, ৪ এপ্রিল ২০২৫

সর্বশেষ

বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন

বলিউড অভিনেতা মনোজ কুমার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চিকিৎকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা। এছাড়া দ্বিতীয় কারণ ছিল ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস।তার মৃত্যুতে শোকস্তব্ধ অনুরাগীরা। ইতোমধ্যেই এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

১৯৩৭ খ্রিষ্টাব্দে অবিভক্ত ভারত তথা অধুনা পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন মনোজ কুমার। নাম রাখা হয়েছিল হরিকৃষ্ণণ গোস্বামী। ১৯৫৭ খ্রিষ্টাব্দে অর্থাৎ মাত্র কুড়ি বছর বয়সে বিনোদনের দুনিয়ায় পা রাখেন তিনি। প্রথম ছবি ‘ফ্যাশন’। ১৯৬১ খ্রিষ্টাব্দে ‘কাচ কি গুড়িয়া’ ছবি করে সাড়া ফেলে দেন তিনি। এরপর একের পর এক সিনেমা হিট।

১৯৬৫ খ্রিষ্টাব্দে তার ‘গুমনাম’ সিনেমাটি আয় করেছিল ২.৬ কোটি টাকা। যা সেই বছরের সর্বোচ্চ। এরপর ‘উপকার’, ‘পূরব অউর পশ্চিম’, ক্রান্তির মতো ছবি করেছেন তিনি। ক্রান্তি ছবিটির পর থেকেই তার নাম হয়ে যায় ‘ভরত কুমার’। শুধু অভিনয় নয়, পরিচালনাও করেছেন তিনি।

১৯৭৫ সালে ‘রোটি কাপড়া অউর মওকান’ ছবির জন্য ফিল্ম ফেয়ারে সেরা পরিচালকের অ্যাওয়ার্ড পান মনোজ কুমার। ১৯৯২ খ্রিষ্টাব্দে পদ্মশ্রী পান ‘ভারত কুমার’। ১৯৯৯ খ্রিষ্টাব্দে পেয়েছেন ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। ২০১৫ খ্রিষ্টাব্দে ‘দাদাসাহেব ফালকে’ পান তিনি।

২০০৪ খ্রিষ্টাব্দে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন মনোজ কুমার। সক্রিয় রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। তবে বয়সজনিত সমস্যায় রোগে ভুগছিলেন বহুদিন ধরেই। একাধিকবার ভর্তি হতে হয় হাসপাতালে। সর্বশেষ মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি হাসপাতালে চিকিৎসা চলছিল তার। 

শুক্রবার ভোরে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মনোজ কুমারের ছেলে কুণাল গোস্বামী জানান, আগামিকাল শনিবার সকালে তার বাবার শেষকৃত্য সম্পন্ন হবে। মনোজ কুমারের এই মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোক প্রকাশ করেছেন তারকারা।

জনপ্রিয়