ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জায়েদ খানকে বাংলার সালমান বলছেন কেন নেটিজেনরা?

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২:৪০, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৬:২৬, ১৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

জায়েদ খানকে বাংলার সালমান বলছেন কেন নেটিজেনরা?

প্রায় ১০ মাস ধরে দেশ ছেড়ে মার্কিন মুলুকে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। সেখানে বিভিন্ন স্টেজ শো-পারফর্ম থাকায় নিজেকে প্রস্তত রাখছেন তিনি; তার শারীরিক গঠনেও দেখা যাচ্ছে যথেষ্ট পরিবর্তন।

ফিট থাকতে নিজের লাইফস্টাইলে অনেকেটাই পরিবর্তন এনেছেন জায়েদ খান। নিয়মিত জিম করছেন, খাবারের তালিকাতেও এসেছে নানা কাটছাঁট।

তবে একটি বিষয় মোটামুটি স্পষ্ট যে, ফিট থাকার জন্য জায়েদ খানের অনুপ্রেরণা বলিউডের নায়ক সালমান খান। এছাড়াও নিজেকে প্রায়ই সালমানের খানের সঙ্গে তুলনা করেন তিনি। নায়ক এও জানান, তার দৈহিক গড়নের মাঝেও সালমান খানকে নাকি দেখতে পান ভক্তরা।

শুধু তাই নয়, সালমান খান জিমে যেভাবে ছবি তোলেন, জিম থেকে একই পোজে পরদিন ছবি দিতে দেখা যায় জায়েদ খানকে! সদ্যই এমনই এক কাণ্ড ঘটিয়েছেন তিনি। যদিও নায়কের ফিটনেস দেখে চমকে গেছেন অনেকেই; পাশাপাশি সালমানের ফটোশুটের সঙ্গে জায়েদ খানের ছবির মিল পাওয়ায় সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

নেটিজেনদের অধিকাংশের দাবি, সালমান খানের সঙ্গে নিজেকে তুলনা করছেন জায়েদ খান। শুধু তাই নয়, সালমান খানের স্টাইলও নাকি অনুকরণ করার চেষ্টা করছেন জায়েদ।  

এক নেটিজেনের মন্তব্য, ‘সালমান খান ও আজ একই ছবি আপলোড দিলো, তার মানে দেখে কপি মারলেন?’ আরেকজন লিখেছেন, ‘বাংলার সালমান খানকে দেখতে পেলাম!’ কটাক্ষ ছুঁড়ে অন্য এক নেটিজেনের মন্তব্য করেন, ‘যেন গুলিস্তানের সালমান খান।’

জায়েদ খান ২০০৮ খ্রিষ্টাব্দেও ‘ভালবাসা ভালবাসা’ চলচ্চিত্রের মধ্যদিয়ে ঢালিউডে তার কর্মজীবন শুরু করেন। এছাড়াও তার  উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে: প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করবো তোমার সাথে, দাবাং প্রভৃতি।
 

জনপ্রিয়