
এবার গৃহকর্মী পিংকি আক্তারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। বুধবার (২৩ এপ্রিল) ঢাকার সাইবার ট্রাইব্যুনাল নূরে আলমের আদালতে বাদী হয়ে এ মামলা দায়ের করেন তিনি।
আদালত পরীমণির জবানবন্দি গ্রহণ করে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে আগামী ৮ জুলাই প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন। সংশ্লিষ্ট আদালত সূত্রে এসব তথ্য জানা যায়।
এর আগে গত মঙ্গলবার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন গৃহকর্মী পিংকি আক্তার। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ মামলা দায়ের করা হয়।
আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে ৮ মের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন আদালত।
পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত গণমাধ্যমে বলেন, তার মক্কেল পরীমনির বিরুদ্ধে কোনো মামলা হয়েছে কি না, তা তিনি জানেন না। বিষয়টি খোঁজ নেবেন।