ঢাকা সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে যা বললেন ফারুকী

বিনোদন

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:০১, ২৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:৪৭, ২৮ এপ্রিল ২০২৫

সর্বশেষ

‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে যা বললেন ফারুকী

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী আজ সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে তাঁর স্ত্রী নুসরাত ইমরোজ তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করা নিয়ে কথা বলেছেন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে, ওই সময়ে (সরকারে না থাকার সময়ে) আপনি বা আপনার পরিবার থেকে এমন কোন কাজ করেছেন, এখন আপনার মনে হয় এটা করা ঠিক হয়নি? 

এ সময় মোস্তফা সরয়ার ফারুকী পরিষ্কার করে প্রশ্ন করতে বলেন। তখন প্রশ্ন রাখা হয়, ওই সময়ে ‘মুজিব’ সিনেমায় তিশা বঙ্গবন্ধুর স্ত্রী চরিত্রে অভিনয় করেছিলেন, এখন কী আপনার মনে হয় আপনার পরিবারের সেই সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি?

উত্তরে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘প্রত্যেকে তাঁর প্রোফেশন লাইফের ব্যাপারে স্বাধীন। আপনি কী এমন মনে করেন, আমরা এমন সমাজে বাস করছি যেখানে; আমার স্ত্রী তাঁর প্রোফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নিবে অথবা আমি আমার প্রোফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার স্ত্রীর অনুমতি নিব।

আমি এমনটা মনে করি না। এটা তাঁর প্রোফেশন। সে তাঁর সিদ্ধান্ত নিয়েছে; উনি (তিশা) উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে, কেন তাঁকে এটা (মুজিব সিনেমা) করতে হয়েছে। এটা তাঁর প্রোফেশন, এখানে আমার ভুল করার কি আছে আমি বুঝতে পারি নাই।’

শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব ভূমিকায় অভিনয় করেছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। ২০২৩ খ্রিষ্টাব্দে মুক্তিপ্রাপ্ত  সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগল।

জনপ্রিয়