ইতিমধ্যেই দু’বার বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতা আমির খানের। গুঞ্জন নতুন করে প্রেমে পড়েছেন তিনি। কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণার পর, আঙুল ওঠে ‘দঙ্গল’ ছবিতে আমিরের এই সহ-অভিনেত্রীর বিরুদ্ধে। তিনি ফতিমা সানা শেখ। অভিনেতার সঙ্গে ফতিমার বয়সের পার্থক্য বেশ অনেকটাই। মাঝেমধ্যেই ফতিমা ও আমিরকে জড়িয়ে গুঞ্জন শোনা যায় বলিউডে। আমিরের মেয়ে ইরা খানের সঙ্গেও দুর্দান্ত রসায়ন তাঁর। যদিও সম্পর্কের গুজব নিয়ে উচ্চবাচ্য করেননি কেউই। এ বার দু’জনের ব্যক্তিগত মুহূর্তে নজরবন্দি হলেন দুই তারকা।
দুই তারকার একান্ত ব্যক্তিগত মুহূর্তের এই ছবি নিমেষে ভাইরাল হয় সমাজমাধ্যমে। তাতেই চরম ক্ষুব্ধ নেটাগরিকরা। তারকাদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করাটা ভাল চোখে নেননি অনেকেই। কেউ লিখেছেন, ‘‘কী ভাবে এক জন মানুষের ব্যক্তিগত পরিসরে অনুপ্রবেশ করেন?’’ কারও মতে, ‘‘এদের অবিলম্বে এই সব কাজ বন্ধ করা উচিত।’’এর আগে আলিয়া ভট্ট থেকে সইফ আলি খান সকলেই ফটোশিকারিদের বাড়াবাড়ি নিয়ে আপত্তি তুলেছেন। আলিয়া তো রীতিমতো আইনি ব্যবস্থা নিয়েছিলেন। তবে এখনও এই ভিডিয়ো নিয়ে আমির বা সানা কেউই কিছু বলেননি।