ঢাকা রোববার, ২২ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সরকারি কর্মকর্তা সেজে চাকরির নামে প্রতারণা

চাকরির খবর

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ২৭ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

সরকারি কর্মকর্তা সেজে চাকরির নামে প্রতারণা

সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাতের অভিযোগে আলমগীর হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির নিউ মার্কেট থানা পুলিশ। প্রতারণার অভিযোগে করা একটি মামলায় কাঁটাবন ভূমি অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেফতার আলমগীর কাঁটাবন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে এক যুবককে চাকরি দেয়ার কথা বলে ১৮ লাখ টাকায় চুক্তি করেন। নগদ ৭ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না দিলে নিউ মার্কেট থানায় মামলা করেন সেই যুবক। ওই মামলায় কাঁটাবন ভূমি অফিসের সামনে থেকে আলমগীরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় আলমগীর হোসেনের হেফাজত থেকে ভূমি মন্ত্রণালয়ের দুটি ভুয়া নিয়োগপত্র, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে একটি ভুয়া নিয়োগপত্র, ৩ লাখ টাকার জমা সিøপ, ভূমি মন্ত্রণালয়ের চাকরির দুটি ভুয়া আবেদন ফরম, ফোন উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয়