ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিসিআইসির ১৯৩ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

চাকরির খবর

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ২০ মার্চ ২০২৫

সর্বশেষ

বিসিআইসির ১৯৩ পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ সংস্থার কারখানাগুলোতে ৯ম ও ১০ম গ্রেডে ১৯৩ জন কর্মকর্তা নিয়োগের জন্য ২০২৪ খ্রিষ্টাব্দের ১ আগস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেই নিয়োগের লিখিত পরীক্ষা এ বছরের ১৪ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষার ফলাফল গতকাল বুধবার প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করেছে বিসিআইসি।

  • চিকিৎসা কর্মকর্তা: মোট ৫ (পাঁচ) জন

  • হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: মোট ১৬ (ষোলো) জন।

  • সহকারী প্রোগ্রামার পদে কেউ পাস করেননি।

  • সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক): মোট ৭৯ (উনআশি) জন।

  • সহকারী রসায়নবিদ: মোট ১৩ (তেরো) জন।

  • সহকারী প্রকৌশলী (কেমিক্যাল): মোট ১১ (এগারো) জন।

  • সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মোট ১০৪ (এক শ চার) জন।

  • সহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মোট ৯১ (একানব্বই) জন।

  • সহকারী প্রকৌশলী (সিভিল): মোট ২০ (বিশ) জন।

  • সহকারী প্রশাসনিক কর্মকর্তা: মোট ৭২ (বাহাত্তর) জন।

  • সহকারী নিরাপত্তা কর্মকর্তা: মোট ১৮ (আঠারো) জন।

  • সহকারী হিসাব/অর্থ/নিরীক্ষা কর্মকর্তা: মোট ৪৯ (উনপঞ্চাশ) জন।

  • সহকারী বাণিজ্যিক কর্মকর্তা: মোট ৫৮ (আটান্ন) জন।

  • উপসহকারী রসায়নবিদ: মোট ১৫৭ (এক শ সাতান্ন) জন।

  • উপসহকারী প্রকৌশলী (কেমিক্যাল): মোট ০২ (দুই) জন।

  • উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক): মোট ৮৭ (সাতাশি) জন।

  • উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ): মোট ৮৭ (সাতাশি) জন।

  • উপসহকারী প্রকৌশলী (সিভিল): মোট ২৫ (পঁচিশ) জন।

নির্বাচিত প্রার্থীদের জন্য করণীয়

১. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির ৬ নম্বর শর্তের আলোকে ১৫ এপ্রিল ২০২৫ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে সংস্থার প্রধান কার্যালয়ের নিয়োগ ও প্রশিক্ষণ উপবিভাগ, বিসিআইসি ভবন, ৩০-৩১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০ বরাবর সরাসরি/বাংলাদেশ ডাক বিভাগের রেজিস্ট্রিকৃত ডাকযোগে নিম্নোক্ত সনদগুলো ও প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ০২ (দুই) সেট জমা দিতে হবে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরিত কোনো কাগজপত্র গ্রহণ করা হবে না।

সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন ফরমের অনুরূপ তথ্য ফরম পূরণ করে এর সঙ্গে (ক) অনলাইনে পূরণ করা Applicant Copy–এর প্রিন্ট কপি, (খ) প্রবেশপত্র, (গ) আবেদনে উল্লিখিত সব সনদ/দলিলাদি, (ঘ) সদ্যতোলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি, (ঙ) নিজ জেলার পৌর মেয়র/ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, (চ) চারিত্রিক সনদ ও (ছ) অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিতে হবে। ছবিসহ সব ডকুমেন্ট প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

২. যেসব প্রার্থী বিদেশ থেকে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অথবা প্রযোজ্য ক্ষেত্রে যেকোনো ডিগ্রি অর্জন করেছেন, তাঁদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় থেকে ইকুইভ্যালেন্স–সংক্রান্ত যথাযথ প্রত্যয়নপত্রের সত্যায়িত কপি অবশ্যই দাখিল করতে হবে।

৩. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি)/ অনাপত্তিপত্র দাখিল করতে হবে। এতৎভিন্ন আগের চাকরিস্থলের আপত্তি পাওয়া গেলে প্রার্থীর নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৪. লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার জন্য নতুন করে কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না।

৫. মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

৬. লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী সময় বিসিআইসির ওয়েবসাইট এ প্রকাশ করা হবে।

ফল দেখতে এখানে ক্লিক করুন

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল   SUBSCRIBE  করতে ক্লিক করুন।

জনপ্রিয়