ঢাকা শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ: লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি

চাকরির খবর

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ০৯:৫৪, ১৫ এপ্রিল ২০২৫

সর্বশেষ

২০০০ পুলিশ কনস্টেবল নিয়োগ: লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতি

বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। দেশের ৬৪ জেলা থেকে ২ হাজার জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদন শেষে প্রার্থীদের শারীরিক মাপ, কাগজপত্র যাচাই, শারীরিক সহনশীলতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা আলাদাভাবে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে কয়েকটি জেলায় পরীক্ষা নেওয়া হয়েছে। আরও কয়েকটি জেলার পরীক্ষা নেওয়া বাকি রয়েছে।

কনস্টেবল হিসেবে নিয়োগ পেতে চাইলে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় পাস করতে হবে। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও শারীরিক সক্ষমতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ বিজ্ঞানের ওপর মোট ৪৫ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। আর লিখিত পরীক্ষায় পাস করলে ১৫ নম্বরের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয় সম্পর্কে এখানে আলোচনা করা হলো।

লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য করণীয়

বাংলা— ব্যাকরণ ও রচনায় দক্ষতা বাড়াতে নিয়মিত অনুশীলন করুন। বাগধারা, সমাস, বিপরীত শব্দের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর মনোযোগ দিন। রচনার ক্ষেত্রে সঠিক কাঠামো অনুসরণ করে লিখুন এবং অনুবাদে বাংলা ও ইংরেজি শব্দভান্ডার উন্নত করুন।

ইংরেজি— ব্যাকরণের মূল বিষয়গুলো যেমন টেন্স, ভয়েস, ন্যারেশন, পার্টস অব স্পিচ পরিষ্কারভাবে আয়ত্ত করুন। দৈনিক ইংরেজি পত্রিকা পড়ুন এবং শব্দভান্ডার বৃদ্ধি করুন। অনুবাদে দক্ষতা অর্জন করতে বাংলা থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অনুবাদ করুন।

গণিত— নিয়মিত গণনার অনুশীলন করুন, বিশেষ করে লাভ-ক্ষতি, শতকরা, বর্গমূল, অনুপাত-সমানুপাত, বেসিক বীজগণিত ও জ্যামিতির মতো সমস্যা। প্রতিটি সমস্যার সমাধানের আগে সূত্রগুলো ভালোভাবে মনে রাখুন এবং সঠিক কৌশল অনুসরণ করুন।

সাধারণ বিজ্ঞান— বিজ্ঞান বিষয়গুলো প্রতিদিন পড়ুন এবং জীবনের সঙ্গে সম্পর্কিত ধারণাগুলো বুঝে নিন। শারীরিক, রাসায়নিক ও জীববিজ্ঞানের মূল বিষয়গুলো আয়ত্ত করে নিয়মিত প্রশ্ন সমাধান করুন।

মৌখিক পরীক্ষার প্রস্তুতি

মৌখিক পরীক্ষায় সাধারণত নিজের পরিচয়, পরিবার, শিক্ষাজীবন, পুলিশের ভূমিকা, আইনশৃঙ্খলা সম্পর্কে জ্ঞান, দেশ-বিদেশের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। এ ছাড়া ‘কেন পুলিশ হতে চান’—এই প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়।

প্রস্তুতির জন্য করণীয়

আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করে নিজেই উত্তর দিন। আত্মবিশ্বাসী হয়ে হাসিমুখে কথা বলার অভ্যাস গড়ে তুলুন। পুলিশের ইতিহাস, কাজের ধরন ও সংবিধান সম্পর্কে পড়তে হবে। বাংলা ও ইংরেজি—দুই ভাষাতেই নিজের সম্পর্কে কয়েকটি লাইন আগে থেকেই প্রস্তুত করে রাখুন। বিভিন্ন বিষয়ে ছোট ছোট নোট তৈরি করুন এবং সময় ভাগ করে পড়ুন। সব সময় ইতিবাচক মনোভাব রাখুন, সফলতা আসবে।

 

জনপ্রিয়