ঢাকা সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ , ১৫ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নারকেলের নাড়ু

লাইফস্টাইল

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭:০৩, ১০ অক্টোবর ২০২৪

সর্বশেষ

নারকেলের নাড়ু

এবারের পুজোয় এখনো যারা নাড়ু বানাননি, তারা আজই বানিয়ে নিন। সনাতন ধর্মালম্বী ছাড়াও অন্যরা ছুটিতে বাসায় নাড়ু বানাতে পারেন। 

উপকরণ: নারকেল ১ টি, গুড় বা চিনি ১ কাপ, এলাচ ও দারুচিনি ২/৩ পিস করে, গুড়া দুধ ২ টেবিল চামচ, মুড়ি ১ কাপ।

প্রস্তুত প্রণালি: প্রথমে নারকেল কুড়িয়ে নিতে হবে। কুড়ানো নারকেল, গুড়, চিনি, এলাচ ও দারুচিনি একসাথে ভালোভাবে মেখে প্রায় ঘন্টাঘানেক রেখে দিন। চুলায় পাত্র বসিয়ে নারকেলের মিশ্রণ দিয়ে নাড়াচাড়া করে এমন অবস্থায় নামাতে হবে যেন নারকেল ও গুড় বা চিনি আঠালো হয়ে আসে। গুড়া দুধ ও মুড়ি গুড়ো দিয়ে আবারো নাড়তে হবে। ঠান্ডা হলে গোল গোল করে নাড়ু বানিয়ে মুড়ির গুড়োয় গড়িয়ে পরিবেশন করুন। 

জনপ্রিয়