বুকে ব্যথা বা অস্বস্তি ছোট থেকে বড় নানা কারণে হতে পারে। হার্ট অ্যাটাকের মতো সমস্যারও প্রাথমিক লক্ষণ বুকে ব্যথা। তবে বুকে ব্যথা হলেই কি ধরে নিতে হবে হৃদপিণ্ডে জটিলতা রয়েছে? তেমনটা নাও হতে পারে। বুকে অস্বস্তি হওয়া অন্য কোনো সমস্যার দিকেও নির্দেশ করতে পারে। বুকে ব্যথা কোন কোন জটিলতার লক্ষণ হতে পারে- এই ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন, ভারতীয় চিকিৎসক ডাক্তার মুকেশ গোয়েল।
১. গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যারকারণেও বুকে ব্যথা হওয়া স্বাভাবিক একটি বিষয়। চিকিৎসকদের ভাষায় একে হার্টবার্ন বা অ্যাসিড রিফ্লাক্স বলা হয়। প্রচলিত ভাষায় এই সমস্যাকে বুকজ্বালা করা বলা হয়। তবে অনেকেই একে হার্ট অ্যাটাক বলে ভুল করতে পারেন।
২. মাস্কুলোস্কেলেটাল অর্থাৎ পেশিগত সমস্যাও কারণেও অনেক সময় বুকে ব্যথা অনুভব হয়। বুকের পেশি বা পাঁজরে আঘাত কারণে নির্দিষ্ট জায়গায় ব্যথা হতে পারে। এরকম হলে বুকে অস্বস্তির সাথে নড়াচড়া করতেও অসুবিধা হতে পারে। এমনকি শ্বাস-প্রশ্বাস নেওয়ার সময়ও ব্যথা বাড়তে পারে।
৩. বুকে চাপ অনুভব করা অনেক সময় মানসিক কিছু অসুবিধার কারণেও হতে পারে। উদ্বেগ এবং আতঙ্ক অনুভব করার আগে অনেকে বুকে ব্যথা অনুভব করেন। এছাড়া বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট এবং হৃদস্পন্দনও বেড়ে যাওয়ার মতো উপসর্গও দেখা যেতে পারে। যদিও এই সমস্যাগুলো বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়না।
তবে বুকে ব্যথা হলে তা হালকাভাবে নেওয়া উচিত হয়। অনেক সময় গুরুতর হৃদরোগ বিভিন্ন রকম বুকে ব্যথা সৃষ্টি করে। যেমন:
রক্তের প্রবাহ কমে গেলে বুকে চাপা ব্যথা অনুভব হয়। অনেক সময় শারীরিক পরিশ্রমের কারণে হতে পারে। অথবা মানসিক চাপ বেশি থাকলেও রক্তের প্রবাহ বাধাগ্রস্ত হতে পারে। তখন হৃদপিণ্ড সংকোচনের অনুভব হতে পারে, যার কারণে ব্যথা অনুভূত হয়।
হার্ট অ্যাটাক হওয়ার আগেও তীব্র বুকে ব্যথা হয়। এরকম হলে বুকে টান টান বা চাপ অনুভব হতে পারে। এই অনুভূতি বুক ছাড়াও হাতে , পিঠে বা ঘাড়েও ছড়িয়ে যেতে পারে।