ঢাকা বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

কয়েকটি উপাদান যোগ করে রমজানে পান করুন শক্তিশালী পানীয়

লাইফস্টাইল

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ০৮:৩০, ২৫ মার্চ ২০২৫

সর্বশেষ

কয়েকটি উপাদান যোগ করে রমজানে পান করুন শক্তিশালী পানীয়

কয়েকেটি উপাদান যোগ করে তৈরি করুন শক্তিশালী পানীয়। রমজানে ও ঈদে কলিজা ঠাণ্ডা করা এসব পানীয় পরিবেশন করুন। এসব স্বাস্থ্যকর পানীয় তৈরির কয়েকটি রেসিপি নিম্নে দেওয়া হলো—

১।  ফল এবং ভেষজ

লেবু, শসা, বেরির পাশাপাশি পুদিনা বা তুলসীর মতো ভেষজ যোগ করে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং সতেজ স্বাদের পাওয়ার হাউসে রূপান্তরিত করতে পারেন পানিকে। এই প্রাকৃতিক ইনফিউশনগুলো হজম শক্তি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ডিটক্সিফিকেশনে সহায়তা করে। এগুলোতে থাকা প্রাকৃতিক যৌগগুল শক্তি বৃদ্ধি করে এবং আরও কার্যকরভাবে হাইড্রেশনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে।

২।  হিমালয় লবণ

পানিতে এক চিমটি হিমালয় পিংক সল্ট প্রয়োজনীয় ইলেক্ট্রোলাইট, বিশেষ করে সোডিয়াম, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম যোগ করে পানিতে। এ খনিজ সমৃদ্ধ লবণ হাইড্রেশনের মাত্রা ভারসাম্য বজায় রাখতে ও পেশীর কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে। 

৩। লেবুর রস

পানিতে তাজা লেবুর রস মিশিয়ে পান করলে এর শক্তি বৃদ্ধি পায়। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যোগ করে পানিতে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার পাশাপাশি লিভারকে বিষমুক্ত করতে সাহায্য করে লেবু-পানি। এটি পিত্ত উৎপাদন বৃদ্ধি করে, পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে এবং শরীর থেকে বর্জ্য পদার্থ নির্মূল করতে সহায়তা করে, হজমে সহায়তা করে। 

৪। ডাবের পানি

ডাবের একটি প্রাকৃতিক হাইড্রেটিং পানীয় যা পটাসিয়াম, ম্যাগনেসিয়াম এবং অন্যান্য ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ। শরীর ঘামের মাধ্যমে যা হারায় তা পূরণ করতে সাহায্য করে ডাবের পানি। নিয়মিত পানির সঙ্গে ডাবের পানি মিশিয়ে একটি সুষম পানীয় তৈরি করতে পারেন, যা আরও বেশি কার্যকরভাবে হাইড্রেট করে। এটি ব্যায়ামের পরে খেতে পারেন। 

৫।  আপেল সিডার ভিনেগার

এক গ্লাস পানিতে এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার যোগ করলে হজমশক্তি বৃদ্ধি পায়, রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে এবং শরীর বিষমুক্ত হয়। অ্যাসিটিক অ্যাসিড থাকে এ ভিনেগারে, যা পাকস্থলীর অ্যাসিড এবং এনজাইম উৎপাদনকে উদ্দীপিত করে, হজমশক্তি উন্নত করে। সুস্থ অন্ত্রের মাইক্রোবায়োম বজায় রাখতে এবং পেট ফাঁপা কমাতেও সাহায্য করতে পারে ভিনেগার মিশ্রিত পানি। 

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া। 

জনপ্রিয়