ঈদ মিছিলে নাসিরুদ্দিন হোজ্জার পাপেট: কেনো এত আলোচনা
এজাজ আরো বলেন, পুরো এই আয়োজনটিকে ঢাকাবাসী ইতিবাচকে নিয়েছে। এটাকে ক্রিটিকালি না দেখে ইতিবাচক হিসেবেই নিয়েছে বেশিরভাগ মানুষ। এখানে সমালোচনার সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি। সংস্কৃতি মন্ত্রণালয় বলছে, এবার ঈদের নানা আয়োজন বাংলাদেশে নতুন এক ইতিহাসের সাক্ষী