ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আহ্বান এ্যাবের

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৭, ১৮ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আহ্বান এ্যাবের

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’ উল্লেখ করে বিবৃতি দিয়েছে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)। বিবৃতিতে তাকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে আহ্বান জানানো হয়েছে।

আজ সোমবার সংগঠনের আহ্বায়ক কৃষিবিদ রাশেদুল হাসান হারুন ও সদস্য সচিব কৃষিবিদ প্রফেসর জিকেএম মোস্তাফিজুর রহমান যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এ দেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় এবং সংগ্রামী আপসহীন নেত্রী খালেদা জিয়া শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রবীণ এই নারী বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড ইতোমধ্যে একাধিকবার পরামর্শ দিয়েছে যে, খালেদা জিয়া এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার লিভারের কার্যক্ষমতা প্রায় শেষের দিকে।’

বিবৃতিতে নেতারা বলেন, ‘এমতাবস্থায় খালেদা জিয়াকে দেশে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই। কেননা, তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার তা বাংলাদেশে নেই। ফলে তাকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। তাই সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনায় একজন প্রবীণ ব্যক্তি খালেদা জিয়াকে দ্রুত বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে আহ্বান জানাচ্ছি। অন্যথায় খালেদা জিয়ার কিছু হলে সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে।’

জনপ্রিয়