আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮২ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)। গতকাল বৃহস্পতিবার বিএনএম মহাসচিব ডা. মো. শাহজাহানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আবু জাফর এবং মহাসচিব ডা. মো. শাহজাহানের সই করা তালিকায় ৮২ আসনে বিএনএম মনোনীত প্রার্থীর নাম উল্লেখ করা হয়েছে।
গত আগষ্টে নির্বাচন কমিশনের নিবন্ধন পেয়ে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছিলো বিএনএম। তবে মাত্র ৮২টি আসনে প্রার্থী দেয়ার ব্যাখায় দলটি বিজ্ঞপ্তিতে বলেছে, ‘আমাদের মনোনীত প্রার্থীদের তালিকা দেখলেই বুঝতে পারবেন যে, আমরা কোয়ান্টিটিতে নয় বরং কোয়ালিটিতে বিশ্বাস করি। এ কারণে দেশের বিভিন্ন আসন থেকে ৪৭৮ জন মনোনায়ন প্রত্যাশীর মধ্যে ৮২ জনকে চূড়ান্ত করেছি।’
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই বিপুল ভোটে তাদের প্রার্থীরা জয়ী হয়ে সংসদে অর্থপূর্ণ ও বলিষ্ঠ বিরোধী দলের ভূমিকা পালন করতে পারবে।