ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ , ৩ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

নূর ও মাহবুবকে কারাগারে আটক রাখার আবেদন

জাতীয়

প্রকাশিত: ১৬:৩৫, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৪:৫৪, ১৭ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

নূর ও মাহবুবকে কারাগারে আটক রাখার আবেদন

হোটেল কর্মচারী মো. সিয়াম সরদারকে গুলি হত্যার অভিযোগে মিরপুর মডেল থানার মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর ও অ্যাডভোকেট মাহবুব আলীকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক আব্দুর রহমান এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে শুনানি হবে। 

গতকাল রোববার রাত ১১টায় বেইলি রোডের নওরতন কলোনী থেকে সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করা হয়। আর রাজধানীর সেগুনবাগিচা থেকে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গত ১২ সেপ্টেম্বর নিহত সিয়াম সরদারের বাবা মো. সোহাগ সরদার বাদী হয়ে ১১৪ জনের নাম উল্লেখসহ মামলাটি করেন। এ মামলার ৮ নম্বর আসামি আসাদুজ্জামান নূর। উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশীদ, মনির হোসেন, মাইনুল হোসেন খান নিখিল, কামাল আহমেদ মজুমদার।  

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১৮ জুলাই রাত ১১টার দিকে মিরপুর-১০-এ আবু তালেব স্কুলের সামনে আওয়ামী লীগসহ তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে নির্বিচারে গুলি করে। তখন সিয়াম সরদার হোটেলের কাজ শেষে বাসায় ফেরার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

জনপ্রিয়