ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ , ৫ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

প্রধান বিচারপতি আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯:২২, ২১ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১০:৩৬, ২১ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

প্রধান বিচারপতি আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন

সারা দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশে অভিভাষণে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আজ  সকালে সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে এই অভিভাষণ অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান বিচারপতি তার অভিভাষণে দেশের বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন, যাতে তিনি বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথককরণসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন।

দেশের সব বিচারককে অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দিয়ে গত ৩ সেপ্টেম্বর আইন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করা হয়। 

আদেশে বলা হয়, দেশের সব আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনোনীত একজন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিয়ে সব অধস্তন আদালতের অন্য সব বিচারককে ২১ সেপ্টেম্বরের অভিভাষণ অনুষ্ঠানে আবশ্যিকভাবে উপস্থিত থাকতে হবে। অনুষ্ঠানে দেশের প্রায় দুই হাজার বিচারক উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সুপ্রিম কোর্টের দুই বিভাগের বিচারপতিরা, বিচার বিভাগের সংস্কার সংক্রান্ত কমিশনের চেয়ারম্যান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

জনপ্রিয়