ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সাবেক আইনমন্ত্রী ও আইজিপিকে খিলগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৫:১৬, ২৩ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

সাবেক আইনমন্ত্রী ও আইজিপিকে খিলগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে খিলগাঁও থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন।

এর আগে আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে খিলগাঁও থানায় দায়ের করা হাফেজ জুবায়ের আহমেদ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে খিলগাঁও থানার পুলিশ। আবেদন মঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১৩ আগস্ট আনিসুল হক গ্রেফতার হন। এরপর প্রথমে তাঁকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। প্রথম দফায় ১০ দিনের রিমান্ড শেষে তাঁদের গত ২৪ আগস্ট আদালতে তোলা হয়। সেদিন লালবাগ ও নিউমার্কেট থানার ২টি মামলায় তাঁদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। ১৯ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হন ৩ সেপ্টেম্বর। এরপর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তাঁর আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
 

জনপ্রিয়