ঢাকা রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বাংলাদেশে ঢুকে পড়া ২ মদ্যপ ভারতীয় নাগরিক আটক

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:০৭, ২৮ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

বাংলাদেশে ঢুকে পড়া ২ মদ্যপ ভারতীয় নাগরিক আটক

বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে সাতক্ষীরার ভোমরা আইসিপির গেট ভেঙে বাংলাদেশে ঢুকে পড়া মদ্যপ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রা‌তে তা‌দের আটক করা হয়। জব্দ করা হয়েছে একটি পিকআপভ্যান।

আটকৃতরা হলেন, ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার নিউটাউন থানার গৌরাঙ্গনগর গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে প্রকাশ সরকার (৩৯) ও বিধু সরকারের ছেলে দিলু সরকার (২০)।

ঘটনার পর বিজিবির ভোমরা কোম্পানি কমান্ডার সুবেদার আফজাল হোসেন ও বিএসএফের ঘোজাডাঙ্গা কোম্পানি কমান্ডার এসি নবীন কুমারের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশের ঘটনায় বিজিবি কড়া প্রতিবাদ জানিয়েছে। এতে ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টের ক্রসিং গেট, তিনটি রোড ডিভাইডার, একটি মোটরসাইকেল ও একটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়। বিএসএফের পক্ষ থেকে এ ঘটনায় দুঃখ প্রকাশ করা হয়।

এ ঘটনায় বিএসএফ জানায়, গাড়িচালক অতিরিক্ত মাদক সেবন করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ভারতের অভ্যন্তরে ৩-৪টি ইজিবাইক ভেঙে এবং গোজাডাঙ্গা আইসিপির দুটি গেট ভেঙে বাংলাদেশের দিকে আসে। বেপরোয়া গতির কারণে বিএসএফ টহলদল তাদের থামাতে ব্যর্থ হয়।

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক ভারতীয় নাগরিকদের থানায় হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক।

জনপ্রিয়