ঢাকা রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ , ১৩ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

অন্তর্বর্তী সরকারের দুবছর থাকা দরকার

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:০৪, ২৮ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের দুবছর থাকা দরকার

কোটা সংস্কার একটি অংশ। এখন রাষ্ট্র ব্যবস্থার সংস্কার দরকার। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রকৃতপক্ষে দুবছর থাকা দরকার বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এফডিসিতে ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি’ শীর্ষক ছায়া সংসদের বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।নুর বলেন, ‘মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই সরকারের দুবছর সময় প্রয়োজন। তবে সরকারের স্বজনপ্রীতি ও অন্যায় সিদ্ধান্ত মেনে নেয়া হবে না।’
 জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্র্যাকের একজন নারী শিক্ষার্থী এবং সফরসঙ্গী হিসেবে দুজন শিক্ষার্থী কেন, কীভাবে গেলেন সেটি নিয়ে প্রশ্ন রেখেছেন নুর।

 ‘যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আগামী পাঁচ বছর কোনো সরকারে আসতে পারবেন না তারা,’ বললেন গণ অধিকার পরিষদের সভাপতি।  
 গণ অধিকার পরিষদ একক রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে অংশ নেবে। তাই নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের বয়স ২১ বছর করার দাবিও তোলেন নুর।  
 
আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে তিনি বলেন, ‘এই দলের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ না করে, ১০ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত। দেশের জনগণের সামনে উদাহরণ সৃষ্টি করতেই এটি করা উচিত। সেই প্রস্তাব আমরা রেখেছি।’
 প্রথাগত রাজনীতির পরিবর্তে কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু দরকার বলেও মনে করেন তিনি।
 

জনপ্রিয়