ঢাকা রোববার, ০৬ অক্টোবর ২০২৪ , ২০ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

আন্দোলনে আহতদের জন্য বিদেশি চিকিৎসক আনা হচ্ছে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ৫ অক্টোবর ২০২৪

সর্বশেষ

আন্দোলনে আহতদের জন্য বিদেশি চিকিৎসক আনা হচ্ছে

ছাত্র-জনতার আন্দোলনে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম। শনিবার (৫ অক্টোবর) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের খোঁজ নেয়ার পর সাংবাদিকদের তিনি এই কথা জানান।

উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসার জন্য বিভিন্ন দেশ থেকে চিকিৎসক আনা হচ্ছে।হাসপাতালগুলোতে কিছু অনিয়ম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখানে বিভিন্ন ধরনের দুর্নীতি রয়েছে। এজন্য আমাদের সচেতন হতে হবে। ভোগান্তির অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

একই সময় ডেঙ্গুর প্রকোপ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন বলেন, ডেঙ্গুতে মৃত্যু গতবারের চেয়ে এবার কম। হাসপাতালগুলোতে চিকিৎসক নার্স বাড়াচ্ছি। সেইসঙ্গে স্যালাইনসহ যাবতীয় ওষুধ সরবারহ বাড়ানো হচ্ছে।
 

জনপ্রিয়