ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৬ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকরা অবহেলিত থাকবে না: উপদেষ্টা নাহিদ

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৪৬, ১২ অক্টোবর ২০২৪

সর্বশেষ

আবু সাঈদের ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকরা অবহেলিত থাকবে না: উপদেষ্টা নাহিদ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক-শিক্ষার্থীরা আর অবহেলিত হবে না বলে ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবসে ক্যাম্পাসে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ এসব কথা বলেন।

তিনি বলেন, শহীদ আবু সাঈদের ক্যাম্পাসে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। বিশ্ববিদ্যালয় দিবসে আমরা এ শপথ নিতে চাই, আবু সাঈদরা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিল আমরা যেন সেই আকাঙ্ক্ষা লালন করে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। 

উপদেষ্টা নাহিদ আরো বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুর বিভাগ বৈষম্যের স্বীকার। আমরা বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছি। আমাদের প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণে আমরা কাজ করে যাচ্ছি। রংপুর অবশ্যই উন্নত জেলা ও বিভাগ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

তিনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অবকাঠামোসহ বিভিন্ন বিষয়ে পিছিয়ে আছে। আবু সাঈদ যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আর অবহেলিত থাকবে না।

এর আগে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক উদ্বোধন ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে র‍্যালিতে যোগ দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।

জনপ্রিয়