নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে হাসপাতাল নেয়ার কথা থাকলেও আজ তা করা হচ্ছে না।সোমবার (১৩ অক্টোবর) দুপুরে বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেন।
সকালে শায়রুল কবির জানিয়েছিলেন, ব্যক্তিগত চিকিৎসক ও মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ বিকেলে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে।
পরে দুপুরে তিনি জানান, আজ ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতাল নেয়া হবে না। পরবর্তী সিদ্ধান্ত আপনাদের জানানো হবে।