ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ , ২ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

লেবাননে আটকা বাংলাদেশিদের ফেরানোর চেষ্টা চলছে

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৮:০২, ১৭ অক্টোবর ২০২৪

সর্বশেষ

লেবাননে আটকা বাংলাদেশিদের ফেরানোর চেষ্টা চলছে

যুদ্ধাক্রান্ত লেবানন থেকে বাংলাদেশি প্রবাসীদের দেশের ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘লেবাননে থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ১ হাজার ৮০০ জনের মতো দেশে ফিরে আসতে নিবন্ধন করেছেন। সেখানে যারা অবৈধ হয়ে পড়েছে তাদের ক্লিয়ারেন্স নেওয়ার প্রসেস শুরু করা হয়েছে।’

ফিলিস্তিনের গাজায় আগ্রাসন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে নতুন করে বিরোধে জড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েল-লেবানন সীমান্ত এলাকায় চলছে হামলা-পাল্টা হামলা।

গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ বৈরুতের কিছু এলাকায় ক্রমাগত বিমান হামলা চালানো হচ্ছে। এরই মধ্যে সেখানে বসবাসরত বাংলাদেশিরা নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। আর্থিক সচ্ছলতার যে স্বপ্ন নিয়ে বৈরুতে গিয়েছিলেন তা পূরণের বদলে এখন আতঙ্ক ঘিরে ধরেছে প্রবাসী বাংলাদেশিদের।

তৌহিদ হোসেন বলেন, ‘কোনো কোনো এয়ারলাইনস ভাড়া বাড়িয়ে দিচ্ছে। ফ্লাইটে প্রতিদিন ৫০ জনের মতো করে ফিরিয়ে আনা হচ্ছে। প্রয়োজনে পানি পথে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।’

ইটালির ভিসা নিয়ে তৈরি হওয়া সমস্যা দ্রুত সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উপদেষ্টা বলেন, ‘যে-সব দেশে যেতে ভারতে যেতে হয়, সেসব দেশের সাথে কথা চলছে সরাসরি ভিসার ব্যবস্থা করার। বিকল্প ব্যবস্থা খোজারও চেষ্টা চলছে।’

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাৎ হয়েছিল জানিয়ে তিনি বলেন, ‘ব্যাবসায়িক আলাপ হয়েছে। কোনো রাজনৈতিক আলাপ হয়নি।’

জনপ্রিয়