ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে ৩০০ শিক্ষার্থী: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬, ২১ অক্টোবর ২০২৪

আপডেট: ১৬:৫৪, ২১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করবে ৩০০ শিক্ষার্থী: স্বরাষ্ট্র উপদেষ্টা

যথাযথ সম্মানীর মাধ্যমে ৩০০ শিক্ষার্থী পুলিশের সাথে ট্রাফিক ব্যবস্থাপনায় সড়কে কাজ করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব. জাহাঙ্গীর আলম।

সোমবার (২১ অক্টোবর) সকালে ট্রাফিক পক্ষ ২০২৪ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে পরিমাণ রাস্তা থাকা দরকার বাস্তবে তা নেই। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সড়কে অবস্থান নেয়ায় সড়কের শৃঙ্খলা নষ্ট হচ্ছে। বৈধ অবৈধ যানবাহনের আধিক্যের কারণে যানজটের আকার দিন দিন বেড়েই চলছে। সরকারের পতনের পর ঢাকাসহ সারাদেশের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরো জানান, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে এখন থেকে ৩০০ শিক্ষার্থী পুলিশের সাথে কাজ করবে। পরবর্তীতে এই শিক্ষার্থীদের সংখ্যা আরো বাড়ানো হবে। এতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে বলেও মনে করেন তিনি।

ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকাসহ সারাদেশের ট্রাফিক ব্যবস্থাপনা ভেঙে পড়ার কথা মনে করিয়ে দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "দেশের আপামর জনসাধারণের কথা বিবেচনা করে ছাত্ররা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করে শৃঙ্খলা বজায় রাখে।

"বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পুলিশের সাথে ছাত্র-জনতা, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ নানা শ্রেণিপেশার লোকজন তাদের মূল্যবান পরামর্শে ঢাকার ট্রাফিক ব্যবস্থা উন্নয়নের চেষ্টা অব্যাহত রেখেছে।"

জনপ্রিয়