ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

২৫২ ক্যাডেট এসআইকে বাদ দেয়ার পেছনে রাজনৈতিক কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪৬, ২২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৩:৪৭, ২২ অক্টোবর ২০২৪

সর্বশেষ

২৫২ ক্যাডেট এসআইকে বাদ দেয়ার পেছনে রাজনৈতিক কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্য কোনো উদ্দেশ্য নয়, শৃঙ্খলা ভঙ্গ করেছে বলেই ২৫২ জন প্রশিক্ষণরত এসআইকে বের করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গ করেছে বলেই তাদের বের করা হয়েছে। এসআই আমরা নতুন নেব। নিরাপত্তার জন্য এটা ঝুঁকিপূর্ণ হবে না। সেনাবাহিনীতেও হয়। রাজনৈতিক কারণ নেই।’

তিনি বলেন, ‘যে কোনো আন্দোলনে উস্কানিদাতাদের রাজনৈতিক পরিচয় অনুসন্ধান করতে হবে। জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা যেন আর অপরাধে জড়াতে না পারে তা নিয়ে সতর্ক থাকতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে।’
 
রাস্তা আটকিয়ে সমাবেশ করার বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘রাস্তায় সমাবেশ করা যাবে না।  কমিটি আছে তাদের কাছে দাবি জানাবেন। শাহবাগ নয়,সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করুন।’

বিশ্ব ইজতেমার আয়োজন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘জানুয়ারিতে বিশ্ব ইজতেমা। তাদের দুটি পক্ষ। নিজেরা সমাধান করে সময় নির্ধারণ করবে। আমরাও বসব।’  

জনপ্রিয়