ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ , ৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৪ নভেম্বর

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ২২ অক্টোবর ২০২৪

আপডেট: ১৬:৪৬, ২২ অক্টোবর ২০২৪

সর্বশেষ

নাইকো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ৪ নভেম্বর

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে করা মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৪ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকার ৯ নম্বর (অস্থায়ী) বিশেষ জজ আদালতের বিচারক মুহম্মদ আলী আহসান এ দিন ধার্য করেন।

এদিন মামলার সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। এরপর বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কাশেম, সাবেক মহাপরিচালক সৈয়দ আহমদ হাক্কানী, বাংলা গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের ব্রাক্ষণবাড়িয়ার ব্যবস্থাপক পরিচালক জাহাঙ্গীর কবির আদালতে সাক্ষ্য দেন।

এরপর তাদের জেরা করেন আসামিপক্ষের আইনজীবী।

আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ৪ নভেম্বর দিন ধার্য করেন। এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্য শেষ হয়েছে।

জনপ্রিয়