ঢাকা বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ , ১৫ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৯, ৩০ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:১২, ৩০ অক্টোবর ২০২৪

সর্বশেষ

জাতিসংঘ মানবাধিকার পরিষদের অফিস নিয়ে সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় খোলার বিষ‌য়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি অন্তর্বর্তী সরকার। সংস্থাটির কার্যালয় করার বিষ‌য়ে এখন পর্যন্ত আলাপ-আলোচনার পর্যায়ে রয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সে‌নের সঙ্গে সাক্ষাৎ করেন। প‌রে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে কিংবা পরীক্ষা করে দেখা হচ্ছে। অফিস দেয়া হবে এমন সিদ্ধান্ত হয়নি সরকারের পক্ষ থেকে। তবে দেয়া হবে না তাও বলা হয়নি। আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি।

এর আগে মঙ্গলবার সরকারের পাঁচ উপদেষ্টার সাথে তার বৈঠকের পর উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছিলেন, জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনের একটি অফিস ঢাকায় খোলার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

তবে আজ পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে জানান, তারা এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক বা লিখিত কোন প্রস্তাব পাননি, তবে কথাবার্তা চলছে।

তিনি বলেন, তাদের ফ্যাক্টস ফাইন্ডিং টিম ঢাকায় কাজ করছে। আর খুব অল্প কিছু দেশেই তাদের এ ধরনের অফিস আছে। আমরা দেখি আমাদের প্রয়োজন আছে কি না।

তৌহিদ হোসেন জানান জুলাই অগাস্টে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নিয়ে জাতিসংঘের টিম যে কাজ করছে তার রিপোর্ট পেতে আরো মাসখানেক সময় লাগবে বলে তাকে জানানো হয়েছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খালেদা জিয়া ৮ তারিখ চিকিৎসা নিতে লন্ডন যাবেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যাচ্ছেন বলেই তাকে সহায়তা করা হচ্ছে।

জনপ্রিয়