ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫ , ১৮ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

আওয়ামী লীগ কারো কথায় নিষিদ্ধ হয়ে যাবে না: জয় 

জাতীয়

প্রকাশিত: ১০:৩২, ৩১ অক্টোবর ২০২৪

আপডেট: ১০:৩৫, ৩১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

আওয়ামী লীগ কারো কথায় নিষিদ্ধ হয়ে যাবে না: জয় 

আওয়ামী লীগ কারো কথায় নিষিদ্ধ হয়ে যাবে না বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে  তিনি এ মন্তব্য করেন। 

পোস্টে জয় লেখেন,  অনির্বাচিত ও অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করা ইউনুস বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাসিস্ট। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কারও কথায় নিষিদ্ধ হয়ে যাবে না।’

আওয়ামী লীগকে নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি এ প্রতিক্রিয়া দেন। 

যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার রাজনৈতিক দল আওয়ামী লীগ ‘ফ্যাসিবাদের সব বৈশিষ্ট্য’ প্রকাশ করছে। দেশের রাজনীতিতে এ দলের এখন কোনো জায়গা নেই।

পত্রিকাটি বলেছে, এ বক্তব্যের মধ্য দিয়ে বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে অবস্থান স্পষ্ট করলেন শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান দলটির প্রধান ও টানা ১৫ বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকা শেখ হাসিনা।

জনপ্রিয়