ঢাকা শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হাসানুল হক ইনুসহ রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি জাসদের

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৫, ৩১ অক্টোবর ২০২৪

সর্বশেষ

হাসানুল হক ইনুসহ রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি জাসদের

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতারা বলেছেন, মবের মুল্লুকের অবসানের জন্য নির্বাচিত সাংবিধানিক সরকারের শাসন প্রতিষ্ঠা জরুরি। তারা গ্যাং মব নিয়ন্ত্রিত আদালতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ঢালাও মিথ্যা মামলার প্রহসণমূলক বিচার বন্ধ, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ সব রাজবন্দির নিঃশর্ত মুক্তি এবং জাসদ নেতাদের নামে দায়ের করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর)জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা এ কথা বলেন।

বক্তারা বলেন, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলাগুলির যথাযথ আইনি প্রক্রিয়ায় নিরপেক্ষ তদন্ত ছাড়াই তড়িঘড়ি করে বিচারের যে তোড়জোড় চলছে তা ন্যায়বিচার অস্বীকারেরই নামান্তর।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফিউদ্দিন মোল্লা সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান চুন্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান জকি, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বাপন, জাতীয় আইনজীবী পরিষদের নেতা এডভোকেট মোহাম্মদ সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজি ইদ্রিস ব্যাপারি ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমুখ।

জনপ্রিয়