ঢাকা শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ , ১৬ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

পলিথিন কারখানার বিরুদ্ধে অভিযান শুরু ৩ নভেম্বর

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৫, ১ নভেম্বর ২০২৪

সর্বশেষ

পলিথিন কারখানার বিরুদ্ধে অভিযান শুরু ৩ নভেম্বর

রাজধানীসহ সারাদেশের সুপারসপসহ সব বাজারের পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। এবার পলিথিন ও পলিপ্রোপাইলিন কারখানাগুলোর বিরুদ্ধে রোববার (৩ নভেম্বর) থেকে অভিযান শুরু হবে বলে জানিয়েছে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস।

শুক্রবার (১ নভেম্বর) সকালে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযানকালে এসব কথা বলেন তিনি।

এর আগে সকাল ১০টার পর তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির ৭ থেকে ৮ সদস্য এই অভিযান পরিচালনা শুরু করেন।

এ সময় বাজার করতে আসা সাধারণ মানুষকে পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে দোকানিদের পলিথিনের ব্যাগ ব্যবহার বন্ধে নির্দেশনা দেওয়া হয়।

পরবর্তী অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

জনপ্রিয়