ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ , ৩০ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ছেলেসহ সাবেক অতিরিক্ত সচিব আমজাদ আটক, কোটি টাকা উদ্ধার

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১১:০৪, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১১:৩৫, ৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

ছেলেসহ সাবেক অতিরিক্ত সচিব আমজাদ আটক, কোটি টাকা উদ্ধার

রাজধানীর উত্তরায় অভিযান চালিয়ে সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন  ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১ কোটি ২০ লাখ টাকাসহ বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন ও সাতটি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি জব্দ করা হয়।

সোমবার ( ৩ নভেম্বর ) মধ্যরাতে উত্তরা ১১ সেক্টরের একটি বাড়িতে অভিযানে বৈদেশিক মুদ্রা,১১টি আইফোন এবং আরো মূল্যবান জিনিস জব্দ করেন যৌথবাহিনী। এ সময় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান এবং তার ছেলেকে আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর আবু সাইদ বলেন, উত্তরা ১১ সেক্টর পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের বাসায় যৌথবাহিনী ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে।

এসময় বাড়িটির চার, পাঁচ ও ছয় তলা ফ্ল্যাট থেকে ১ কোটি ৯ লাখ ৫০ হাজার বাংলাদেশি টাকা, ১০ লাখ বিভিন্ন বৈদেশিক মুদ্রা, ৭টি বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ও ১১টি আইফোন জব্দ করা হয়। এছাড়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান ও তার ছেলেকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হবে। 

গোপন সাংবাদের ভিত্তিতে রাত ১২টায় সাবেক এই অতিরিক্ত সচিবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রায় ৩ ঘণ্টা অভিযান পরিচালনা করে বাড়ির বিভিন্ন স্থান থেকে টাকা উদ্ধারের পর জব্দ করা হয়।

উত্তরা পশ্চিম থানার সাব ইন্সপেক্টর আবু সাইদ বলেন, বাবা ও ছেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খান, ২০২০ খ্রিষ্টাব্দে চাকরি থেকে অবসর নিয়েছেন। তার গ্রামের বাড়ি গাজীপুর সদর।আমজাদ হোসেন খান পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্মরত ছিল।
 

জনপ্রিয়