সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান রিমান্ডে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। যাত্রাবাড়ী থানার একটি মামলায় চার দিনের রিমান্ডে ছিলেন তিনি।
সোমবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে অসুস্থ অবস্থায় ডিবি কার্যালয় থেকে তাঁকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে আসা হয়। পরে ঘণ্টাখানেক অবজারভেশনে রাখার পর, সেখান থেকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের সিসিইউতে নিয়ে যাওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মুজাহিদুল ইসলাম জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলায় শাহজাহান খান চার দিনের রিমান্ডে আছেন। ডিবি কার্যালয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেলের দিকে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যালের সিসিইউতে চিকিৎসাধীন।
এর আগে, শনিবার (২ নভেম্বর) রাতে শাহজাহান খান অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। এরপর চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌকির আহামেদ বলেন, শাজাহান খানের ইসিজি করা হয়েছে। তার রক্তচাপ (ব্লাড প্রেসার) বেশি (১৮৭/১১২) পাওয়া গেছে। তার ডায়াবেটিস ও হৃদ্রোগ রয়েছে। আরো কিছু পরীক্ষা করতে দেয়া হয়েছে।
তীব্র গণ আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের দুই মাস পর গত ৫ সেপ্টেম্বর ধানমন্ডি থেকে গ্রেফতার হন শাহাজান খান।
একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে। সবশেষ গত ৩০ অক্টোবর তাকে বিভিন্ন মামলায় ৪১ দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য পাঠিয়েছে আদালত।
১৯৮৬ থেকে ২০১৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত মাদারীপুর-২ আসনে মোট আটবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া আওয়ামী লীগ নেতা ২০০৯ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগ দেন, দায়িত্ব পালন করেন দুই মেয়াদে। ২০১৮ খ্রিষ্টাব্দের একাদশ সংসদ নির্বাচনের পর তাকে আর মন্ত্রিসভায় নেয়া হয়নি।