ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ান সরকার সহযোগিতা করার আশ্বাস

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪১, ৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৭:৪২, ৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ান সরকার সহযোগিতা করার আশ্বাস

বাংলাদেশের উন্নয়নে অস্ট্রেলিয়ান সরকার ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে বলে জানিয়েছেন উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সুপ্রদীপ চাকমা।

বুধবার (৬ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা সিমপ্সনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে হাইকমিশনার এ আশাবাদ ব্যক্ত করেন।

সুপ্রদীপ চাকমা বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশে প্রযুক্তিভিত্তিক শিক্ষা বিস্তারে অধিকতর গুরুত্ব প্রদান করছে। পার্বত্য অঞ্চলের ছাত্র-ছাত্রীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি এবং প্রত্যন্ত এলাকায় ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল বিল্ডিং নির্মাণ করার জন্য বিভিন্ন প্র্র্রকল্প গ্রহণ করা হচ্ছে। পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে পানির সংকট নিরসন, মৎস্য সম্পদ আহরণ, প্রজনন বৃদ্ধি ও সুরক্ষা বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় হয়েছে।

উপদেষ্টা আরো বলেন, পার্বত্য জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, তাদের জন্য গুণগত ও মানসম্পন্ন আধুনিক শিক্ষা ব্যবস্থাপনা, কৃষি ও মৎস্য চাষ, সুপেয় পানি সরবরাহ, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, মানবাধিকার রক্ষা, সুশাসন নিশ্চিতকরণ, পরিবেশবান্ধব ট্যুরিজম ইত্যাদি বিষয়ে এই মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশকে বৈষম্যহীন করে গড়ে তুলতেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। প্রতিটি নাগরিক সমতার ভিত্তিতে যেন মিলেমিশে বসবাস করতে পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকার নিরলসভাবে কাজ করছে।

জনপ্রিয়