ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ , ১২ পৌষ ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

মোংলা হবে আধুনিক ও স্মার্ট সমুদ্র বন্দর: নৌ উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৬, ৬ নভেম্বর ২০২৪

আপডেট: ১৮:৪৩, ৬ নভেম্বর ২০২৪

সর্বশেষ

মোংলা হবে আধুনিক ও স্মার্ট সমুদ্র বন্দর: নৌ উপদেষ্টা

নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, মোংলা বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নত করা হবে। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা হবে আধুনিক ও স্মার্ট সমুদ্র বন্দর।

বুধবার (৬ নভেম্বর) দায়িত্ব গ্রহণের পর সকালে প্রথমবারের মত  এম সাখাওয়াত হোসেন মোংলা বন্দর পরিদর্শন করেন। পরে মোংলা বন্দরের কনফারেন্স রুমে বন্দরের উধর্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

এম সাখাওয়াত বলেন, ভৌগোলিক অবস্থান বিবেচনায় এই সমুদ্র বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিতেও বন্দরটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। রাজধানী ঢাকা থেকে বন্দরটির সড়ক পথে দুরত্ব মাত্র ২১০ কিলোমিটার। এছাড়াও বন্দরটির সঙ্গে ঢাকাসহ দেশের অন্যান্য প্রান্তের  রেল ও নৌ যোগাযোগ রয়েছে। 

তিনি বলেন, মোংলা বন্দরকে আরো আধুনিক ও বিশ্বমানের করে গড়ে তোলার জন্য বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে। আবার কিছু প্রকল্প ভবিষ্যৎ উন্নয়নের জন্য হাতে নেয়া হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বন্দরের ড্রেজিং কার্যক্রম, উন্নয়ন প্রকল্প, জাহাজ, কার্গো, কন্টেইনার, গাড়ি আমদানির বাৎসরিক হিসাব ও বন্দরের সার্বিক কার্যক্রমের উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করা  হয়। 

সভায় আরো উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্যবৃন্দ, পরিচালক (প্রশাসন), বিভাগীয় প্রধানগণ, উপদেষ্টার সফরসঙ্গী এবং বন্দরের অন্যান্য উধর্ধতন কর্মকর্তারা। পরে উপদেষ্টা সাখাওয়াত হোসেন মোংলা বন্দরের পশুর চ্যানেলের বিভিন্ন স্পট পরিদর্শন করেন।

 

জনপ্রিয়