ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ২৯ কার্তিক ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সরকারি কর্মকর্তাদের যে বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা

জাতীয়

আমাদের বার্তা, টাঙ্গাইল

প্রকাশিত: ০৯:২৪, ১৪ নভেম্বর ২০২৪

সর্বশেষ

সরকারি কর্মকর্তাদের যে বার্তা দিলেন ক্রীড়া উপদেষ্টা

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমলাতন্ত্রটা জনগণের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলত। জনগণের সেবক হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি সব কর্মকর্তা। এজন্য তারা যেন জনগণের পাশে থেকে কাক্সিক্ষত সেবাটা দেন। কোনো প্রভুমূলক জায়গায় না থেকে।  সব মাঠপর্যায়ের কর্মকর্তা এবং জনগণের মধ্যে দূরত্বটা যাতে কমিয়ে আনা যায় এজন্য আমরা কাজ করছি; যাতে কেউ বলতে না পারে কোনো সরকারি কর্মকর্তাকে পাওয়া যায় না। 

বুধবার (১৩ নভেম্বর) তিনি টাঙ্গাইলের সন্তোষে ১৭ নভেম্বর মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার আগে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে যে কয়টি স্টেডিয়াম রয়েছে এর সবগুলোই প্রায় অকেজো। আমরা এসব স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নিচ্ছি। ইতোমধ্য বিসিবি থেকে তালিকা নেওয়া হয়েছে।

আসিফ মাহমুদ আরো বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী এই অঞ্চলে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের পথ মওলানা ভাসানী দেখিয়ে গিয়েছেন। ২৪-এ এত রক্তের পরেও আমরা মওলানা ভাসানীর ভাষায় বলতে চাই আমাদের সংগ্রাম শেষ হয় নাই। এ সময় উপদেষ্টা মাহফুজ আলম তার সঙ্গে উপস্থিত ছিলেন।

জনপ্রিয়